শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর

AD | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারের তুফানগঞ্জ পুরসভায় চেয়ারপার্সনের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাশ হল। বৃহস্পতিবার তিন কাউন্সিলরের ডাকে আস্থা ভোট হয়। চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোর, ভাইস চেয়ারম্যান তনু সেন-সহ দলের ১২ জন কাউন্সিলরই উপস্থিত ছিলেন। সেখানে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে কৃষ্ণা ঈশোরকে সরিয়ে ভেঙে দেওয়া হয় পুরবোর্ড। তবে এই ঘটনার কিছু পরেই তুফানগঞ্জ পৌরসভায় এসে উপস্থিত হন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। দীর্ঘক্ষণ ওই দশ বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে সভা করার পর পুরসভা থেকে বেরিয়ে যান জেলা সভাপতি। সংবাদ মাধ্যমের কাছে সেভাবে মুখ খোলেননি তিনি। গোটা বিষয়টি নিয়ে জেলা সভাপতির হস্তক্ষেপের পর এখনও পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি। তবে সূত্রের খবর ইতিমধ্যেই সেই ১০ জন কাউন্সিলরকে কলকাতায় ডেকে পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব ।
এদিন এবিষয়ে তুফানগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুধাংশু শেখর সাহা বলেন, 'পুরবোর্ড আজ থেকে ভেঙে গেল। খুব শীঘ্রই নতুন বোর্ড গঠিত হবে।'
এদিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলার তথা তলবি সভার সভাপতি বিনোদবিহারী বর্মা জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নিয়োগ স্থগিত থাকবে। পরে বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
পৌরসভার বিদায়ী চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোর বলেন, ‘সাতদিনের মধ্যে নতুন বোর্ড গঠন হবে। তবে একটাই আক্ষেপ, দুর্নীতি না করেও চেয়ার ছাড়তে হয়, তা আজ বুঝলাম।’
গত ১৭ জানুয়ারি তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা-সহ একাধিক অভিযোগ তুলে মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। এদিন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোরের বিরুদ্ধে আস্থা ভোটের ডাক দেনয় তিন কাউন্সিলর। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক দীর্ঘক্ষণ ওই দশ বিক্ষুব্ধ কাউন্সিলরকে নিয়ে সভা করার পর সভা ছেড়ে বেরিয়ে যান। সংবাদ মাধ্যমের কাছে সবিস্তারে কিছু বলতে চাননি তিনি। জানা গিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নিয়োগ স্থগিত থাকবে।
নানান খবর

নানান খবর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

আবহাওয়ার মুড বদল, পরপর ৫ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা জারি, রইল বিরাট আপডেট

ভুট্টা ক্ষেতে লাল ট্রলি ব্যাগ, ভিতরে ‘দলা পাকানো’ লাশ!

মুক্তির নিশ্চয়তা না পেলেও আপাতত আশ্বস্ত, রিষড়া ফিরলেন বিএসএফ জওয়ানের পরিবার

ঝড়ের রাতে বারাসতে উত্তমকুমারের বাড়িতে বিপর্যয়, ভেঙে পড়ল মহানায়কের স্মৃতিবিজড়িত গাছ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও