শনিবার ২২ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৯৪টি স্কিম আছে আমাদের’, মমতা বললেন ‘এই বাজেট কর্ম সৃষ্টি করবে’

Riya Patra | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৫৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: ২০২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে এই বাজেট বর্তমান সরকারের পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে যেমন ডিএ-নিয়ে বড় ঘোষণা রয়েছে, রয়েছে বাংলার বাড়ি প্রকল্প, ঘাটাল মাস্টার প্ল্যান, আশা কর্মীদের নিয়ে বড় ঘোষণাও। বাজেট পেশের পর, ইতিমধ্যে বাজেট ইস্যুতেই রাজ্য সরকারকে একাধিক বিষয়ে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে নজর ছিল, বাজেট শেষে খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে। মমতা কী বলছেন, তাঁর সরকারের বাজেট নিয়ে? বাজেট শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন, এই বাজেট কর্ম সৃষ্টি করবে। 


শুরুতেই তিনি কেন্দ্রীয় বঞ্চনার দিকে আলোকপাত করেন। সাফ বক্তব্য, রাজ্যের যা প্রাপ্য তা দেয় না কেন্দ্র। একশ দিনের কাজ, আবাসনের কাজ, গ্রামীণ রাস্তার কাজ, কেন্দ্রের পদক্ষেপের কথা তুলে ধরে মনে করালেন, রাজ্য বিপুল বাধার পরেও রয়েছে রাজ্যবাসীর পাশে। খতিয়ান তুলে ধরে বোঝালেন, রাজ্য কোন খাতে, কত টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সহযোগিতা না পাওয়া সত্বেও। 

বুধবার বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের প্রাপ্রকদের জন্য বিপুল বরাদ্দ করেছে রাজ্য সরকার। মমতা এদিন বলেন, ২৮ লক্ষের বাইরেও যদি কেউ থাকেন,তাঁদের কথাও ভাববে রাজ্য সরকার। বললেন, ‘আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না।‘ ঐক্যশ্রী প্রকল্পের হিসেবও সাংবাদিক বৈঠকে দেন মমতা।

বাজেটে নজর ছিল লক্ষ্মীর ভান্ডারের দিকে। যদিও এই প্রকল্পে মাথাপিছু অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ নেই এদিনের বাজেটে। তা নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু কী বলছেন মমতা? মুখ্যমন্ত্রী সাফ জানালেন, এখনও পর্যন্ত ২ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পান। এতে  রাজ্য সরকারের ব্যয় হয় ৫০হাজার কোটি টাকা। মমতার-প্রকল্পের অনুসরণে ভোট জয়ের জন্য বহু রাজ্য এই প্রকল্পের মতো প্রকল্প এনেছে, এদিন সেকথার উল্লেখ করেন মমতা। তবে এক প্রকার তুলনা দিয়ে জানালেন, নানা রাজ্যে এই প্রকল্প পাওয়ার জন্য একগুচ্ছ নিয়ম কানুন রয়েছে, কিন্তু বাংলার লক্ষ্মীর ভান্ডার ‘ইউনিভার্সাল’। 

রাজ্য সরকারের প্রকল্পের খতিয়ান এদিন তুলে ধরেন তিনি। 
জানান-
 লক্ষ্মীর ভান্ডার পান-২ কোটি ২১ লক্ষ মেয়ে।
কন্যাশ্রী পান ১কোটি মেয়ে।
রূপশ্রী পান – ১৮ লক্ষ ৬৪ হাজার জন।
শিশুসাথী-৩১,৬০৮জন, বিনামূল্যে হার্ট অপারেশন।
বার্ধক্যভাতা পান- ৩০ লক্ষ ৫০ হাজার মানুষ।
বিধবা ভাতা পান- ২০ লক্ষের বেশি মহিলা।
কৃষি পেনশন পান- ৬৮,০০০জন। 


লক্ষ্মীর ভান্ডারে ইতিমধ্যে খরচ হয়েছে-৫০ হাজার কোটি(এবছরের ছাড়া)।
কন্যাশ্রীতে খরচ-১৫হাজার কোটির বেশি। 
রূপশ্রীতে খরচ- ৪৬৬০কোটির বেশি।
সবুজশ্রীতে খরচ-৩৯কোটি ৭২লক্ষ।
স্বাস্থ্যসাথীতে  রাজ্যের খরচ-১২ হাজার কোটি।

এগুলি ছাড়াও, একগুচ্ছ প্রকল্পের প্রাপক, রাজ্যের খরচের বিস্তারিত তথ্য দেন।  রাজ্যের কর্মসংস্থান নিয়েও এদিন বলেন। একই সঙ্গে জানান, দেউচা থেকে যে পরিমাণ কয়লা পাওয়া যাবে, তাতে চিন্তা থাকবে না ১০০ বছরে। রাজ্যে ছ'টি নতুন অর্থনৈতিক করিডোর তৈরির কথা জানান মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী  তাঁর জমানায় রাজ্যের একগুচ্ছ প্রকল্পের কথা তুলে ধরে বললেন, ‘প্রান্তীক চাষি থেকে গ্রামীণ মানুষ থেকে ঘরের মেয়ে, ছোট ছোট ভাইবোনেরা, এই ৯৪টি স্কিম চলছে, সকলের জন্য এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চিরকাল তাদের কারও কাছে হাত পাততে না হয়।‘ বললেন, 'এই বাজেটের ভিশন আছে ভবিষ্যতের জন্য। এই বাজেট কর্মসৃষ্টি করবে।‘


WestBengalBudget2025CMMamatabanerjeestatebudget

নানান খবর

নানান খবর

বার্ড ফ্লু-আতঙ্ক, মুর্শিদাবাদে ইফতারের পাতে পড়ছে চিকেনের বদলে মাটনের পদ 

ধস নেমে জল সরবরাহে বিপত্তি, সমস্যা সমাধানে বড় সিদ্ধান্ত হাওড়া পুরসভার

স্বস্তির বৃষ্টি ‘কাল’ হয়ে নামল ধান চাষিদের জীবনে

দরজা খোলা হলেও প্রবেশের আগে নিতে হবে অনুমতি, বিশ্বভারতীতে জারি হল বিধিনিষেধ

রাস্তা থেকে কয়েকশো ফুট নিচে পড়ল গাড়ি, মৃত ২, পাহাড়ে বড় দুর্ঘটনা 

'আপনাদের মেয়েকে মেরে ফেলেছি', খুনের পর শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর মৃত্যু সংবাদ দিল স্বামী

ধূলাগড়ের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধর্ষণের পর কোপ, গলায় গামছার ফাঁস জড়িয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

গৃহহীন মানুষের স্থায়ী আশ্রয়ের লক্ষ্য, চুঁচুড়া পুরসভায় এলাকায় পথ চলা শুরু 'নবজীবন'-এর

গাছ ভরে গিয়েছে মুকুলে, বেড়িয়েছে কুঁড়ি, 'আম আদমি'র ঘরে ঘরে এবছর কি সস্তায় আম?

উত্তর কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যুবকের, তদন্তে পুলিশ

‘পুজো বলতে জগদ্ধাত্রীকেই বুঝি’, বিশ্ববাংলা জগদ্ধাত্রী সম্মানে চন্দননগরের ভূয়সী প্রশংসায় ইন্দ্রনীল সেন

রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে

রক্তে ভাসছে চারপাশ, চা বাগানে উদ্ধার ম্যানেজারের দেহ

'চিলে কান নিয়ে গেছে', বাংলার প্রাচীন প্রবাদ যেন সত্যি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের এই গ্রামে

রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া