আজকাল ওয়েবডেস্ক:‌ পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার করা হল সদ্যোজাত কন্যাকে। পাঁচ ঘণ্টার চেষ্টায়। প্রসঙ্গত, ওড়িশার সম্বলপুরে রেঙ্গালির লারিপালিতে একটি পরিত্যক্ত কুয়ো থেকে মঙ্গলবার ক্ষীণ শব্দ ভেসে আসছিল। স্থানীয়রা ভাল করে কান পাততেই বুঝতে পারেন শিশুর কান্নার আওয়াজ। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পর অবশেষে কুয়ো থেকে উদ্ধার করা হয় সদ্যোজাতকে। পুলিশের অনুমান, শিশুটির বয়স দুই থেকে তিন দিন। কে বা কারা ওই শিশুটিকে পরিত্যক্ত কুয়োয় ফেলে গেল, তা এখনও জানা যায়নি। এখনও অবধি শিশুটির কোনও দাবিদারও খুঁজে পাওয়া যায়নি। শিশুটির অভিভাবকের খোঁজ করছে পুলিশ।
প্রশাসন জানিয়েছে, মাটি কাঁটার মেশিন এনে কুয়োর চারপাশের মাটি কাটা হয়। কুয়োর ভিতরে আটকে থাকা শিশুটির অবস্থান বুঝতে পাঠানো হয় ক্যামেরা। শরীরের তাপমাত্রার ভারসাম্য রাখতে বিশেষ ল্যাম্পও পাঠানো হয় কুয়োর ভিতরে। উদ্ধারকাজে সাহায্য করতে বিমানে করে বিশেষ অপটিক্যাল ফাইবার ও ক্যামেরাও পাঠানো হয়। বর্তমানে সম্বলপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটি।





 






‌‌