রবিবার ২৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০৯ : ১৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: এই মুহূর্তে চর্চায় রয়েছে পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য সামনে আসছে। নীতেশের ছবিতে রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে রণবীর কপূর ও সাই পল্লবী। অন্য দিকে রাবণের চরিত্রে থাকছেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশ। এ ছাড়াও হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। এইমুহূর্তে রাম-এর দৃশ্যগুলো নিয়ে জোরকদমে চলছে শুটিং। তবে রণবীর কাপুর তো এইমুহূর্তে ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে। সেখানে তাহলে কাকে নিয়ে শুট সারছেন পরিচালক নীতেশ তিওয়ারি?
সূত্রের খবর, আপাতত রণবীরের বডি ডাবল নিয়ে এই ছবির শুটিং সারছেন নীতেশ। সেই সূত্র আরও জানিয়েছে, ‘রামায়ণ’-এর প্রথম ভাগের ৯০ শতাংশ শুটিং সেরে ফেলেছেন রণবীর। বাকি যতুটুকু অংশ তাঁর বাকি রয়েছে, তা অভিনেতার বডি-ডাবল দিয়েও দিব্যি সারা যাবে। পর্দায় তা নিয়ে কোনও অসুবিধে হবে না। আসলে, এই ছবিতে ভিএফএক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই সেই বিষয়টি নিয়ে আগামী কয়েকটা মাস দারুণ ব্যস্ত থাকবেন পরিচালক। একমুহূর্ত সময় নষ্ট করতে নারাজ তিনি। তাই রণবীরের বডি ডাবল দিয়েই শুট শেষ করে ভিএফএক্স পর্যালোচনার কাজে মন দেবেন তিনি। অন্যদিকে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মে মাস থেকেই এই ছবির দ্বিতীয় ভাগের শুটিং শুরু হয়ে যাবে। জুন থেকে শুটিংয়ে রণবীর কাপুর।
উল্লেখ্য, গত নভেম্বরে সমাজমাধ্যমে রামায়ণ ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজক নমিত মলহোত্র। পোস্টারে দেখা গিয়েছিল মেঘ ফুঁড়ে একটি বাণ উড়ে চলেছে, চারপাশে ছড়িয়ে পড়ছে আগুনের ঝলক! পোস্টার থেকেই জানা গেল, দু'টি ভাগে মুক্তি পাবে ‘রামায়ণ’। দু’টি ভাগের প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয়টি তার পরের বছর ২০২৭-এর দীপাবলিতে। এমন তথ্য পেয়ে স্বভাবতই উৎসাহিত হয়েছিল দর্শক। পোস্টার মুক্তির পর রাবণের চরিত্রে যশকে দেখার বিষয়ে উৎসাহ দেখিয়েছেন দর্শক। এই ছবি প্রসঙ্গে 'কেজিএফ' ছবি তারকা যশ কবুল করেছিলেন এই ‘রামায়ণ’-এ ‘রাবণ’-এর চরিত্রে অভিনয় করতে মুখিয়ে রয়েছেন তিনি। দক্ষিণী তারকা বলেছিলেন, “এখনও পর্যন্ত আমার কেরিয়ারে সবথেকে চ্যালেঞ্জিং চরিত্র।” উল্লেখ্য, এই ছবিতে লারা দত্তকে কৈকেয়ীর ভূমিকায় দেখা যেতে পারে, মন্থরার ভূমিকায় দেখা যাবে শিবা চড্ডাকে।
নানান খবর

নানান খবর

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

নিজের সম্মান কখনওই বিক্রি করিনি তাই হারিয়েছি বহু ছবি! কোন নায়কের ছবি প্রসঙ্গে বিস্ফোরক মৌসুমী?

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?

বৃদ্ধাশ্রম নয়, বাবা-মা'দের জন্য ক্রেশ গড়ে তুললেন রাখি গুলজার! 'আমার বস'-এর ট্রেলারে ফুটল আর কোন চমক?

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?