আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড সিরিজের শুরু থেকেই একাধিকবার বিরাট কোহলি এবং কেভিন পিটারসেনকে মাঠের ধারে কথা বলতে দেখা যাচ্ছে। রবিবার কটকে আরও একবার আলোচনায় জড়াতে দেখা যায় দুই তারকাকে। দু'জনের কথপোকথনে উঠে আসে লন্ডনে বাড়ি ক্রয়-বিক্রয়ের প্রসঙ্গ। চলতি সিরিজে একাধিকবার দু'জনের মধ্যে বাক্যালাপ দেখে অনেকেই মনে করছে, লন্ডনে বাড়ির বিষয়ে খবরাখবর নিচ্ছেন কোহলি। এমনকী প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও তেমনই মনে করেন। পিটারসেনকে এটা জিজ্ঞেস করায় এই প্রসঙ্গ উড়িয়ে দেন। তবে ধারাভাষ্য দেওয়ার সময় কোহলির লন্ডনে থাকা নিয়ে কথা তোলেন আকাশ চোপড়া। তিনি বলেন, 'আজকাল বেশিরভাগ সময় কোহলি দেশের বাইরে থাকে। তাই হয়তো ওখানকার রিয়েল এস্টেট নিয়ে কেভিনের থেকে খবরাখবর নিচ্ছে।'

পিটারসেন ধারাভাষ্য দিতে আসার পর এই কথা ইংল্যান্ডের প্রাক্তন তারকাকে জিজ্ঞেস করেন ভারতের প্রাক্তনী। তাতে একেবারেই অসন্তুষ্ট হন তিনি। পিটারসেন বলেন, 'কখনও কিছু ভেবে নেওয়া উচিত না। আমিও সাদৃশ্য টানতে পারি। কিন্তু এখানে করব না।' এই কথা শোনামাত্র পাল্টা প্রশ্ন ছোড়েন সুরেশ রায়না। জিজ্ঞেস করেন, তাহলে গলফ নিয়ে আলোচনা চলছিল কিনা। ইংল্যান্ডের অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা প্রচুর গলফ খেলে। রায়নার প্রশ্নের উত্তরে পিটারসেন বলেন, 'তুমি প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছ।‌ আমি ওকে গলফ খেলা শুরু করতে বলেছি।' বিরাটের দ্বিতীয় সন্তান আকায়ের জন্ম ইংল্যান্ডে। বেশ কয়েকদিন ধরে পরিবার নিয়ে লন্ডনে বসবাস করেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন। এর আগে পাকাপাকিভাবে ভারত ছাড়ার কথাও বলেছিলেন বিরাট।