শুক্রবার ২১ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ২৬Rajit Das
অরিন্দম মুখার্জি: দীর্ঘদিন ধরে হঠাৎ এক অজানা রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক রানা বিশ্বাস। ডাক্তারি সমীক্ষায় ধরা পড়ে অতিরিক্ত জেলাশাসক নাকি জন্ডিসে আক্রান্ত হয়েছেন। রোগের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। কিন্তু, শেষরক্ষা হল না। শনিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৪৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন রানা বিশ্বাস।
প্রয়াত আমলা রানা বিশ্বাসের স্ত্রী এবং কন্যা রয়েছেন। কর্মজীবনে এই আমলা নিজের কর্মদক্ষতাকে বজায় রেখে যেভাবে কাজ করে গিয়েছেন সেটা আজীবন পুরুলিয়া বাঁশি মনে রাখবেন। রানা বিশ্বাসের কর্মজীবন সম্বন্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে, 'এক কর্মঠ আমলার অকাল মৃত্যুতে আমাদের সরকারকে এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হল।" মুখ্যমন্ত্রীর কথায়, "রানা বিশ্বাস যেভাবে সরকার পক্ষের দায়িত্ব নিয়ে কাজ করে গিয়েছেন তা সারা জীবন পুরুলিয়ার জনসাধারণ মনে রাখবে।"
গত ২৩ শে জানুয়ারি পুরুলিয়ার মানবাজার অঞ্চলের হাতি পাথর এলাকার ডব্লিউবিসিএস পদমর্যাদার আধিকারিকদের একটি বনভোজনের আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি স্বশরীরে উপস্থিত ছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গত ২৭শে জানুয়ারি থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক রানা বিশ্বাস। শরীরে জ্বর থাকা সত্ত্বেও তিনি ডব্লিউবিসিএস আধিকারিকদের এই বনভোজনে যোগদান করেছিলেন।
সেই সময় থেকেই আমলা রানা বিশ্বাসের শরীর যে হলুদ হয়ে যাচ্ছে, সেটা লক্ষ্য করেন পুরুলিয়া জেলাশাসক ড. রজত নন্দা। সঙ্গে সঙ্গে তিনি রানা বিশ্বাসকে উপদেশ দেন ডাক্তারের পরামর্শ নেওয়ার। ২৪ ও ২৫ জানুয়ারি দেখা যায় তার শরীরে বিলিররবিনের মাত্রা বেড়ে গিয়েছে। ফলে দ্রুত তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রানা বিশ্বাসের চিকিৎসা চলছিল। সেখনেই মৃত্যু হয় এই আমলার।
পুরুলিয়া জেলায় দীর্ঘদিন ধরে 'বাংলার বাড়ি' প্রকল্পের সমস্ত কাজ দক্ষতার সঙ্গে করে চলেছিলেন অতিরিক্ত জেলাশাসক রানা বিশ্বাস। পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো বলেন, "জেলা পরিষদের উন্নয়ন মূলক কাজ যে সহযোগিতা ও সততার সঙ্গে রানা বিশ্বাস করে চলেছিলেন তা গুরুত্বপূর্ণ এবং রানা বিশ্বাসের অকাল মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হয়ে গেল জেলা পরিষদের।"
নানান খবর

নানান খবর

'আপনাদের মেয়েকে মেরে ফেলেছি', খুনের পর শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর মৃত্যু সংবাদ দিল স্বামী

ধূলাগড়ের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধর্ষণের পর কোপ, গলায় গামছার ফাঁস জড়িয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

গৃহহীন মানুষের স্থায়ী আশ্রয়ের লক্ষ্য, চুঁচুড়া পুরসভায় এলাকায় পথ চলা শুরু 'নবজীবন'-এর

গাছ ভরে গিয়েছে মুকুলে, বেড়িয়েছে কুঁড়ি, 'আম আদমি'র ঘরে ঘরে এবছর কি সস্তায় আম?

উত্তর কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যুবকের, তদন্তে পুলিশ

‘পুজো বলতে জগদ্ধাত্রীকেই বুঝি’, বিশ্ববাংলা জগদ্ধাত্রী সম্মানে চন্দননগরের ভূয়সী প্রশংসায় ইন্দ্রনীল সেন

রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে

রক্তে ভাসছে চারপাশ, চা বাগানে উদ্ধার ম্যানেজারের দেহ

'চিলে কান নিয়ে গেছে', বাংলার প্রাচীন প্রবাদ যেন সত্যি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের এই গ্রামে

প্রথম মহিলা যাকে সাজা দেওয়া হল, জেলে থাকতে হবে পাঁচ বছর

পুলিশ পরিচয়ে বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর, মৃত গর্ভস্থ সন্তান, কর্মবিরতিতে বর্ধমান বার অ্যাসোসিয়েশন

অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

রাজ্যে আয়ুষ্মান ভারত হেল্থ কার্ডের নামে তোলা হচ্ছে টাকা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশকে খবর বাসিন্দাদের