নিজস্ব সংবাদদাতা, মুম্বই: দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। বর্তমান তাঁর আসন্ন ছবি ‘থান্ডেল’ নিয়ে চর্চায় রয়েছেন তিনি। সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করে ফেলেছেন নায়ক। কিন্তু তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা যেন থামছেই না। সম্প্রতি এনিয়েই মুখ খুললেন নাগা।

সম্প্রতি ‘থান্ডেল’-এর প্রচারের এক অনুষ্ঠানে নিজের প্রথম বিবাহ এবং বিচ্ছেদ নিয়ে কথা বলেন নাগা চৈতন্য। ২০১৭ সালে সামান্থার সঙ্গে বিয়ের পিড়িয়ে বসেন অভিনেতা। ২০২১ সাালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর গত ৪ ডিসেম্বর আর এক দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন তিনি। নতুন সংসার পাতলেও প্রথম বিবাহ বিচ্ছেদের চর্চা যেন এখনও কোনও না কোনওভাবে উস্কে ওঠে।  

অভিনেতার কথায়, বর্তমানে তিনি এবং সামান্থা নতুন জীবনের পথে অনেকটাই এগিয়ে গেছেন। একে অপরকে শ্রদ্ধা করেন। কিন্তু সমাজ মাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে চর্চা হয় যাতে মাঝেমধ্যে তাঁর নিজেকে অপরাধী বলে মনে হয়। নাগা চৈতন্য আরও বলেন, 'আমি অনেক ভেবে এগিয়ে গেছি। সেও অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু আমার সঙ্গে কেন অপরাধীর মতো আচরণ করা হচ্ছে?'

তারকার জীবনে কোনও কিছুই লুকোছাপা থাকে না। বিশেষ করে সমাজ মাধ্যমের যুগে সামান্য বিষয়ে তিল থেকে তাল হতে বেশি সময় লাগে না। কিন্তু তাঁদের ব্যক্তিগত জীবন কাটাছেঁড়া হওয়ায় বিভিন্ন সময়ে কড়া প্রতিক্রিয়াও জানান । যেমন নাগা স্পষ্ট জানিয়েছেন, তাঁর জীবনকে যেন 'বিনোদন' না ভেবে ফেলা হয়। 

অভিনেতার কথায়, 'বিবাহবিচ্ছেদের ঘটনা আমার জন্য একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। আমি একটি ভেঙে যাওয়া পরিবার থেকে এসেছি। তাই আমি জানি সম্পর্ক ভেঙে গেলে কেমন হয়। সম্পর্ক ভাঙার আগে আমি ১০০০ বার ভাববো, কারণ আমি এর পরবর্তী ধাপগুলিও জানি।'
উল্লেখ্য, সামান্থার অনুরাগীদের দাবি, শোভিতার জন্যই নাকি ভেঙেছিল নাগা ও সামান্থার দাম্পত্য। সেই বিষয়েও সাফাই দিয়েছেন নাগা চৈতন্য।