আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়ন্টি ফরম্যাটে রান নেই। লাল বলের ফরম্যাটেও একই অবস্থা সূর্যকুমার যাদবের।
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ০,১২,১৪,০ এবং ২। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়কের ব্যাটে রান না দেখে ভ্রু কুঞ্চিত হয়েছে অনেকের।
হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে সূর্যকুমার যাদব করলেন মাত্র ৯ রান। ৫ বলের ইনিংসে দুটো চার মারেন তিনি।
সব মিলিয়ে সাদা ও লাল বলে রানে নেই সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে একসময়ে সূর্যকুমার যাদব বিপজ্জনক ব্যাটিং করলেও লাল বলের ফরম্যাটে তিনি জাতীয় দলে বহিরাগতই।
মুম্বই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দিনের প্রথম বলেই ফিরে যান আযূষ মাহাত্রে। ষষ্ঠ ওভারে সুমিত কুমার প্যাভিলিয়নে ফেরান আকাশ আনন্দকে। সপ্তম ওভারের প্রথম বলে আনশুল কাম্বোজের বলে আউট হন সিদ্ধেশ লাড।
Suryakumar yadav wicket today pic.twitter.com/pIAEExdgYK
— Abhi (@79off201)Tweet by @79off201
পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি এবং অধিনায়ক অজিঙ্কে রাহানে চতুর্থ উইকেটে মাত্র ১১ রান জোড়েন। সুমিত কুমারের ডেলিভারি ছিটকে দেয় সূর্যর মিডল স্টাম্প।
অক্টোবর মাসে মহারাষ্ট্রের বিরুদ্ধে গ্রুপ পর্বে মুম্বইয়ের হয়ে নেমেছিলেন সূরকুমার যাদব। সেই ম্যাচে কেবল একটি মাত্র ইনিংসেই ব্যাট হাতে নেমেছিলেন তিনি। মাত্র সাত রান করেছিলেন সূর্য। সব মিলিয়ে রঞ্জির দুটো ইনিংস থেকে ১৬ রান করলেন তিনি।
