আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ঋষভ পন্থের বদলে প্রথম একদিনের আন্তর্জাতিকে সুযোগ পান কেএল রাহুল। কিন্তু আকাশ চোপড়ার দাবি, তাঁকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। ছয় নম্বরে ব্যাট করতে নামেন তারকা ক্রিকেটার। তাঁর আগে পাঠানো হয় অক্ষর প্যাটেলকে। রান না পেয়ে আদিল রশিদের বলে দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও, প্রাক্তন ক্রিকেটারের মতে, তাঁকে নিজের জায়গায় নামানো উচিত ছিল। এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, 'আমরা রাহুলকে নিয়ে কী করব? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জেকব বেথেল এবং আদিল রশিদ বল করছিল। তাই রাহুলকে পাঠানো হয়নি। কিন্তু ওকে তো পন্থের জায়গায় নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আরও ভরসা দেখানো উচিত ছিল। শ্রীলঙ্কায় প্রথম ম্যাচ ড্র এবং দ্বিতীয় ম্যাচে হারের পর, তৃতীয় ম্যাচে রাহুলকে দল থেকে বাদ দেওয়া হয়। সেই ম্যাচে পন্থ খেলে।'
ভারতের প্রাক্তনী মনে করেন, বিরাট কোহলি না থাকায় রাহুল এবং পন্থ, দু'জনকেই খেলাতে পারত ভারত। পাশাপাশি তিনি আরও জানান, প্রত্যেক ফরম্যাটেই রাহুলের ব্যাটিং পজিশন বদলানো হচ্ছে। আকাশ চোপড়া বলেন, 'নাগপুরে একসঙ্গে দু'জনকে খেলানোর সুযোগ ছিল। বাঁ হাতির প্রয়োজন পড়লে, ঋষভকে আগে নামানো যেত। তারপর নামতে পারত রাহুল। বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন ধরে রাখতে রাহুলকে ব্যাটিং অর্ডারে অতিরিক্ত নীচে নামিয়ে দেওয়া হচ্ছে। শেষবার ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তারপর থেকে সাদা বলের ক্রিকেট খেলেনি। টেস্টেও বাদ পড়ে। তারপর একবার ওপেন করানো হয়, অন্যবার নীচের দিকে নামানো হয়। অন্তত এবার ওকে খেলতে দেওয়া উচিত ছিল। অন্তত ও ফর্মে আছে কিনা জানা যেত।' পরের ম্যাচে সুযোগ পাবেন কিনা জানা নেই। হাঁটুর চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি কোহলি। একদিনের ক্রিকেটে অভিষেক হয় যশস্বী জয়েসওয়াল এবং হর্ষিত রানার। রবিবার কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।
