বুধবার ২৬ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ১৮Soma Majumder
পরমা দাশগুপ্ত
পিন্দারে পলাশের বন, পালাব পালাব মন…
সে মন পালাই পালাই তো করবেই! এলোমেলো হাওয়া দিচ্ছে যখন তখন। মিঠে রোদে মন কেমন করা গন্ধ। শীত ফুরিয়ে বসন্তের দিকে গুটি গুটি এগোচ্ছে সময়। এমন দিনেই তো ছুটির দিকে ছুটতে ইচ্ছে করে! মন বসে না কাজে!
ফেব্রুয়ারি শেষ হতে না হতেই একটু একটু করে মনে জাঁকিয়ে বসবে বসন্ত রং। আর পলাশের লাল মেখে নিতে জঙ্গল মুখী হবে বাঙালি। দলে দলে গাড়ি রওনা দেবে ঝাড়গ্রামের দিকে। ট্রেন ছুটবে পুরুলিয়া কিংবা ঝাড়খণ্ড। তারপর কালো পিচের ঝকঝকে রাস্তা ধরে ছুটে চলা শালপলাশের বনের পথে। দুপাশে তথন খুনখারাপি লাল!
এতদিনে নিশ্চয়ই জংলা ছুটির প্ল্যান সারা। ট্রেনের টিকিটও কেটে ফেলেছেন অনেকেই। হয়তো বা বুক হয়ে গিয়েছে হোটেল আর গাড়িও। কোথায় যাবেন, কী দেখবেন, তা তো নিশ্চয়ই ঠিক করাই আছে। সেই সঙ্গেই এই বেলা জেনে নিন জঙ্গলে ছুটি কাটানোর কিছু জরুরি তথ্য। তাতে প্রস্তুতি নিতেও সুবিধে হয়।
থাকার জায়গা খুঁজতে হলে
• একা গেলে কথাই নেই। থাকার ব্যবস্থা নিজের মতো বেছে নিন। কিন্তু সপরিবারে বা দলবেঁধে গেলে বাকিদের কথাও ভাবা জরুরি।
• সঙ্গে কচিকাঁচা বা বয়স্করা থাকলে হোটেল খোঁজার সময়ে শুধুমাত্র ঘরদোর, খাওয়াদাওয়ার খোঁজ নেবেন। ভাল করে জেনে নিন হোটেল, রিসর্ট বা হোম স্টে-টা ঠিক কোনখানে। জঙ্গলের বাইরে না ভিতরে, শহরাঞ্চল থেকে ঠিক কতটা দূরে, আশপাশে ডাক্তার বা ওষুধপত্রের কী ব্যবস্থা। হঠাৎ কোনও সমস্যা হলে যাতে বিপদে পড়তে না হয়।
• বন্ধুরা মিলে গেলে, সঙ্গে মেয়েরা থাকলে অবশ্যই নিরাপত্তার দিকটা মাথায় রাখুন। জনহীন অরণ্যে অ্যাডভেঞ্চার জমে ঠিকই, কিন্তু নিরাপদে থাকাটাও জরুরি।
• তবে একাই যান বা দলবেঁধে, আগেভাগে একটু নেট ঘেঁটে ছবি দেখে নিন। ঘরদোর বা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়।
সঙ্গে যা রাখবেন
• হোটেল, হোম-স্টে বা রিসর্টে থাকা-খাওয়ার ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, সেটা নিশ্চয়ই খোঁজখবর নিয়েই বুক করেছেন বা করবেন। তবে অবশ্যই সঙ্গে রাখুন জরুরি ওষুধপত্র। কাটাছেঁড়া, ব্যথা, জ্বর পেটখারাপের মতো সাধারণ ওষুধ অবশ্যই থাক লিস্টে।
• জঙ্গল যখন, মশা, পোকামাকড়, সাপখোপের উৎপাত থাকতেই পারে। আর সারাক্ষণ নিশ্চয়ই হোটেলের ঘরে বসে থাকবেন না, বাইরে বেরোবেন। ফলে মশার উপদ্রব কমাতে ক্রিম, রেপেলেন্ট, প্যাচ রাখুন ঘোরাঘুরির ব্যাগে। আর থাক কীটনাশক বা ওষুধপত্র।
• বাইরের জল এমনিই খেতে বারণ করেন ডাক্তাররা। নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সঙ্গে থাক জিয়োলিন। যে জলই খান, কয়েক ফোঁটা মিশিয়ে নিলে পেটের সমস্যা অন্তত রেহাই দেবে।
• রোদে ঘোরাঘুরি ভালই হবে আশা করা যায়। তাই সঙ্গে রাখুন টুপি, স্কার্ফ জাতীয় মাথা ঢাকার ব্যবস্থা, সানগ্লাস এবং সানস্ক্রিন ক্রিম বা লোশন। শরীর কিংবা ত্বক, দুয়েরই ভোগান্তি কমবে।
• সুতির জামাকাপড়ে আরাম পাবেন এ সময়ের আবহাওয়ায়। তবে জঙ্গলে ঘুরতে হলে হাত-পা ঢাকা পোশাক, ঢাকা জুতো পরাই ভাল। পোকামাকড় বা গাছপালার গায়ে আঁচড় লাগা থেকে বাঁচিয়ে দিতে পারে এগুলোই।
• মার্চ নাগাদ গরম পড়ে যায় ভালই। শীতের জামাকাপড় আর প্রয়োজন হওয়ার কথা নয়। তবে পুরুলিয়া বা ঝাড়খণ্ডের জঙ্গল মানে খানিক পাহাড়ি এলাকাও বটে। সূর্য ডুবলে জঙ্গলের ভিতর বা আশপাশে তাপমাত্রা নেমে যায় খানিক। ফলে রাতের দিকগুলোয় খোলা জায়গায় ক্যাম্পফায়ার করতে হলে একটা পাতলা শাল বা হুডিওয়ালা সোয়েট শার্ট জাতীয় ব্যবস্থা সঙ্গে রাখলে মন্দ কী!
যা করবেন না
• জঙ্গলে ছুটি কাটাতে গেলে জঙ্গলকে ভালবাসতেও হবে কিন্তু। যেখানে খুশি প্লাস্টিকের প্যাকেট, খাবারের প্যাকেট যেমন খুশি ফেলবেন না। আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা খুঁজে নিন।
• নিজেদের মতো করে আনন্দ করুন অবশ্যই। খাওয়াদাওয়া, গানবাজনা, নাচ, হুল্লোড় সবই হোক। কিন্তু তাকে সীমায় বেঁধে রাখুন। তারস্বরে গান বাজালে বা রাতদুপুরে তুমুল হইচই করলে শান্তি বিঘ্নিত হয়। নৈশব্দ আর নিস্তব্ধতা জঙ্গলের এক নিজস্ব আমেজ। তাকে যত্নে রাখুন। রাতচরা পাখি, পোকামাকড়ের ডাক শোনার স্বাদই আলাদা কিন্তু!
• পলাশ দেখতে যাচ্ছেন। কিন্তু জঙ্গলের ছুটি মানের বন্যপ্রাণীদের মুখোমুখি হওয়ার বাড়তি আনন্দ। কিন্তু আহ্লাদে, উচ্ছ্বাসে ওদের বিরক্ত করার মানে নেই কোনও। জঙ্গল ওদের জায়গা, ওদের বাড়িঘর। হরিণ, হাতি, শিয়াল, ময়ূর, অন্য পশুপাখি, যাদেরই দেখা পান, তাদের নিজেদের মতো থাকতে দিন। দূর থেকে দেখুন। ছবি তোলার অতিরিক্ত উত্তেজনায় ওদের উত্ত্যক্ত করবেন না।
• জঙ্গলে ঘোরাঘুরির সময়ে গাইড সঙ্গে রাখা জরুরি। নয়তো বেশ কিছুটা পড়াশোনা, গুগল ম্যাপের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিন। বাড়তি সাহস দেখিয়ে একটু বেশি ভিতরে ঢুকে পড়ে রাস্তা হারিয়ে ফেললে কেলেঙ্কারি। ঝাড়গ্রাম থেকে ঝাড়খণ্ড—সবটাই হাতির করিডরে ভরা। তাদের একেবারে মুখোমুখি পড়ে গেলে বিপদের আশঙ্কাই বেশি।
• নিরাপদে থাকুন। সূর্য যতক্ষণ আছে, ততক্ষণ যতখুশি চরকিপাক দিন জঙ্গলে জঙ্গলে। কিন্তু সূর্য ডুবলে হোটেল-রিসর্টে বা লোকালয়ে ফিরে আসা জরুরি। বন্যজন্তু, সাপখোপের ভয় যেমন থাকেই, তেমনই চুরি-ডাকাতি বা অন্য কোনও বিপদের আশঙ্কাও তো থাকতে পারে। আর হ্যাঁ, হোটেল-হোমস্টে-রিসর্টের কর্মীদের কথা, নিষেধ বা পরামর্শ মেনে চলুন। ওঁরা জঙ্গলকে, তার বাসিন্দাদের স্বভাবচরিত্রকে আপনার চেয়ে ভাল চেনেন।
পলাশ ফুটল বলে! জংলা ফুলের গন্ধমাখা ছুটি আর বুকভরা অক্সিজেন অপেক্ষায় থাকবে। শরীরে-মনে ফাগুনের লাল মেখে নিতে বেরিয়ে পড়ুন!
নানান খবর

নানান খবর

শনি-রাহুর মিলনে চরম দুঃসময়! বাড়বে মানসিক চাপ, দুর্ঘটনার আশঙ্কা, মার্চের শেষে ভয়ঙ্কর বিপদে এই ৪ রাশি

ব্ল্যাক না দুধ কফি, সকালে কোনটিতে চুমুক দিলে শরীর থাকবে ভাল?

ব্যাকওয়াক করা শরীরের পক্ষে ভাল কেন? বহু বছরের বিজ্ঞান রয়েছে এর পিছনে

শীত চলে গেলেও ঠোঁট ফাটছে? এই সব ঘরোয়া উপায়ে যত্ন নিলেই নিমেষে পাবেন উপকার

খেতে খেতে জল খাওয়ার অভ্যাস কি ভাল? ৯৯ শতাংশ মানুষই থাকেন দ্বিধায়, জানুন বিশেষজ্ঞের পরামর্শ

আখরোটের হাজার গুণ! তবে মুঠো মুঠো নয়, জানেন দিনে কটা খেলে শরীর থাকবে চাঙ্গা?

রোজ একটি মাত্র লবঙ্গ চিবিয়ে খেলেই মিলতে পারে বহু উপকার, কখন খাবেন? কীভাবে খাবেন?

দুধে মিশিয়ে নিন একটি মাত্র আনাজের গুঁড়ো, রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস খেলেই আরামে চোখ বুজে আসবে

গরম পড়তেই পায়ে ট্যান? পার্লারের খরচ বাঁচিয়ে ঘরোয়া ৩ উপায়ে করুন পেডিকিওর, নিমেষে চকচক করবে পা

অবশেষে ফাঁস জাপানিদের দীর্ঘায়ুর রহস্য! খাবার খাওয়ার সময় ৫ নিয়ম মানলেই লম্বা হবে জীবন

মহাকাশে ঋতুস্রাব হলে কীভাবে সামলান মেয়েরা? মহাকাশযানে কি কোনও বিশেষ ব্যবস্থা থাকে?

এক ঘণ্টায় অন্তত ৬০ জন চেপে ধরেছেন স্তন! এটাই নাকি সৌভাগ্যের প্রতীক, দাবি স্থানীয়দের!

আরশোলার বংশ হবে ধ্বংস ‘পঞ্চবান’-এর গুণে! আরশোলার যম এই ঘরোয়া কৌশল প্রয়োগ করলেই রান্নাঘর হবে সাফ

মাত্র আধঘণ্টায় বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন! রবির সন্ধ্যায় জিভে জল আনা স্ন্যাকস বানিয়ে চমকে দিন সবাইকে

স্ত্রীর সঙ্গে বন্ধুর ঘনিষ্ঠতা! বিরল বুধাদিত্য যোগের মধ্যেই ভয়ঙ্কর বিপদ চার রাশির! রবিতে কপাল পুড়বে কাদের?