আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, যে কোনও সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকা জরুরি। বিশেষ করে বন্ধুত্বের মধ্যে কোনও লুকানো রহস্য থাকে না। কিন্তু বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে কিছু গোপন কথা থাকে যা বন্ধ দরজার বাইরে গেলে দাম্পত্যে সমস্যা তৈরি হতে পারে।

আসলে জীবনসঙ্গী এবং বন্ধু দু’জনেই পৃথক মানুষ। ভিন্ন প্রেক্ষিতে দু’জনের সঙ্গে সম্পর্কের গুরুত্ব আলাদা। কিন্তু দুই সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। ঠিক যেমন বন্ধুর সম্পর্কে সবকিছু জীবনসঙ্গীকে বলা উচিত নয়, ঠিক তেমনই বন্ধু যতই আপন হোক না কেন, বিবাহিত জীবনের অনেক গোপন কথা তাঁর কাছেও প্রকাশ্যে আনা ঠিক নয়। অর্থাৎ প্রতিটি সম্পর্কের মধ্যেই সীমারেখা থাকা জরুরি। তাহলে জেনে নিন বিবাহিত জীবনের ঠিক কোন কোন রহস্য বন্ধুকে ভুলেও বলবেন না।

আর্থিক অবস্থা- বিয়ের পর অনেকেরই আর্থিক অবস্থার পরিবর্তন হয়। সংসার চালানোর জন্য বাড়ে খরচ। কিছুদিনের মধ্যে অবস্থা বদলে যেতে পারে। কিন্তু এই সব কিছুই বন্ধুকে বলার প্রয়োজন নেই। কারণ এটি একান্তই স্বামী-স্ত্রীর নিজস্ব বিষয়।

দাম্পত্য কলহ- প্রত্যেক দম্পতির মধ্যে ছোট-বড় বিষয়ে মনোমালিন্য হয়ে থাকে। কিন্তু তা নিয়ে বন্ধুকে বললে সমস্যা আরও বাড়তে পারে। স্বামী-স্ত্রীর ভুলভ্রান্তি নিয়ে বন্ধুর সঙ্গে কথা বললে সম্পর্কে জটিলতা বাড়ার সম্ভাবনা থাকে।

বেডরুমের রহস্য- বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে কিছু বেডরুম রহস্য থাকে। যা বন্ধুকে বললে দাম্পত্যের সম্পর্কে প্রভাব পড়ে। যদি কোনও রকম শারীরিক সমস্যা হয়, তাহলে বন্ধুকে নয়, বরং চিকিৎসকের পরামর্শ নিন।

শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া- বিয়ের পর অনেক সময়েই শ্বশুর-শাশুড়ির সঙ্গে সমস্যা তৈরি হয়। যদি আপনিও এই সমস্যার সম্মুধীন হন তাহলে চার দেওয়ালের মধ্যেই তা মীমাংসা করার চেষ্টা করুন। বন্ধুকে এক্ষেত্রে জড়ালে অহেতুক ঘরের বিষয় জনসমক্ষে চলে আসবে।