আজকাল ওয়েবডেস্ক: সময় মতো অফিস পৌঁছাতে জিনিসপত্র ডেলিভারির অ্যাপ বাইকে উঠতে বাধ্য হল এক  যুবক। ওই যুবক বেঙ্গালুরুর বাসিন্দা। বাইকে চেপে অফিস যাওয়ার ছবি তুলে, তা সমাজমাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয় তা। 

বড় শহরের  ট্রাফিকের কথা কারওরই অজানা নয়। বেঙ্গালুরুতেও দিনের ব্যস্ততম  সময়ে ছবিটা অনেকটা একই রকমের। ট্রাফিকের দুর্দশার জেরে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বৃহস্পতিবার বেঙ্গালুরুর এক যাত্রী অফিস পৌঁছাতে অ্যাপ ক্যাব  বুক করে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল। অফিস যাওয়ার তাড়া থাকায় ওই যুবক অপেক্ষা  না করে একটা অভিনব পথ বেছে নেন।  

উঠে পড়েন পণ্য ডেলিভারির অ্যাপ বাইকে। এরপরেই চারচাকার ফাঁক দিয়ে গলে চটজলদি ওই যুবক  অফিসে পৌঁছে যান। এমন কী যাত্রা পথে ড্রাইভারের পিছনে বসে তুলে নেন  একটা ছবিও।  সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেই ,তা  ভাইরাল হয়ে যায়।  নেটিজেনদের পছন্দ হয় বেশ যুবকের বুদ্ধি।