আজকাল ওয়েবডেস্ক: কাজের সময় কতটা হওয়া উচিত তা নিয়ে ফের একবার তৈরি হল বিতর্ক। আর এবার আসরে নামলেন খোদ ইলন মাস্ক। ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি জানিয়েছিলেন সপ্তাহে ৭০ ঘন্টা করে কাজ করার জন্য সকলকে তৈরি করতে হবে। এই বক্তব্য সামনে আসার পরই সর্বত্র নিন্দার ঝড় ওঠে।
এরপর এল অ্যান্ড টি-র চেয়ারম্যান এস এন সুব্রক্ষমনিয়ম সপ্তাহে ৯০ ঘন্টা করে কাজের নিদান দিয়েছিলেন। সেখানেও তৈরি হয়েছিল বিরাট বিতর্ক। তবে এবার আসরে নামলেন ইলন মাস্ক। তার মতে সপ্তাহে ১২০ ঘন্টা করে কাজ করা উচিত।
মাস্কের এক্স হ্যান্ডল থেকে এই বার্তা সকলের নজর কেড়েছে। সেখানে তিনি এই কাজের সময়ের বিষয়টি লিখেছেন। মাস্কের এই দাবিতে যেন আকাশ থেকে পড়েছে সকলে। মাস্কের মতে যদি প্রতিষ্ঠানের কর্মীদের সংস্থার প্রতি আগ্রহ থাকে তাহলে সেই ব্যক্তির কাছে ১২০ ঘন্টা করে সপ্তাহে কাজ করা কোনও অসম্ভব বিষয় নয়।
মাস্ক মনে করেন মানুষের জীবনে কর্মই আসল। সেখান থেকে যদি কোনও সংস্থা কঠোর পরিশ্রমী কর্মী পেয়ে থাকে তাহলে তাদের প্রতি সেই প্রতিষ্ঠান যত্ন রাখবে। সেখানে বেতনবৃদ্ধির বিষয়টি অন্যতম হিসাবে মনে করেন মাস্ক। এই প্রথমবার নয়। এর আগেও কাজের সময় নিয়ে বহু লোকের করা মন্তব্য নিয়ে বিরাট সমালোচনা তৈরি হয়েছিল। তবে সকলকে যেন ছাপিয়ে গেলেন মাস্ক।
তবে সারাদিন ধরে এত ঘন্টা ধরে কাজ করার পর একজনের মানসিক পরিস্থিতি কী হবে তা নিয়ে প্রশ্ন উঠলেও সেগুলিকে আমল দিতে নারাজ মাস্ক। তার মতে যদি কোনও প্রতিষ্ঠানকে মাথা তুলে দাঁড়াতে হয় তাহলে তাদেরকে সপ্তাহে ১২০ ঘন্টা করে কাজ করাতেই হবে। যদি এই গতিতে কাজ হয় তাহলে সেই প্রতিষ্ঠান অন্যদেরকে টেক্কা দেবে। সেখানে সেখানকার কর্মীরাও বাড়তি উৎসাহ পাবেন। ১২০ ঘন্টা কাজ করতে গিয়ে যদি কর্মীদের পরিবারকে ভুলতে হয় তাহলে সেটিও করা যেতে পারে বলেও নিদান দিয়েছেন ইলন মাস্ক।
