আজকাল ওয়েবডেস্ক: গিজারের গরম জলে স্নান করলে কি চুল পড়ার সমস্যা বেড়ে যায়? এমনই এক বিতর্ক নিয়ে সরগরম নেটপাড়া। পক্ষে বিপক্ষে মতামতের অন্ত নেই। কিন্তু সত্যিই কি গিজারের গরম জল চুলের জন্য ক্ষতিকর? কী বলছে বিজ্ঞান?

বিশেষজ্ঞদের মতে, গরম জলে মাথা ধোয়া চুল পড়া রোধ করতে পারে। তবে সেই জল হতে হবে ঈষদুষ্ণ। অত্যধিক গরম জল দিনের পর দিন ব্যবহার করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। কারণ বেশি গরম জল চুলকে রুক্ষ এবং ভঙ্গুর করে তোলে, যা দীর্ঘমেয়াদি ক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে। বরং টাক পড়া আটকাতে, চুল ধোয়ার জন্য হালকা গরম জল ব্যবহার করুন। স্নানের পর চুলের আর্দ্রতা ধরে রাখতে লাগান 'কন্ডিশনার' বা 'ময়েশ্চারাইজার'।

শুধু চুলই নয়, অত্যধিক গরম জল 'স্ক্যাল্প' বা তালুর ত্বকের সমস্যা ডেকে আনতে পারে। বেশি গরম জল ত্বকের স্বাভাবিক আর্দ্রতা দূর করে। ফলে ত্বক হয় রুক্ষ, শুষ্ক। ত্বকের স্বাভাবিক 'হাইড্রেশন' প্রক্রিয়া বিঘ্নিত হয়। উল্টে দেখা দিতে পারে 'ডিহাইড্রেশন' বা জলশূন্যতা। গরম জলে দীর্ঘক্ষণ স্নান করলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, ফলে স্নানের পর অতিরিক্ত ঘাম হয় এবং ত্বকে জলের মাত্রা কমে যায়। সব মিলিয়ে গিজারের গরম জলে স্নান করলে টাক পড়বেই এ কথা নিশ্চিত ভাবে বলা না গেলেও, অত্যধিক গরম জল যে চুলের ক্ষতি করতে পারে সে কথা বলাই বাহুল্য।