আজকাল ওয়েবডেস্ক: চাহিদা ব্যাপক, সেরকম অর্থের হিসেবে, টাকার পরিমাণও তার জন্য লাগে আকাশ ছোঁয়া। স্বপ্নের জায়গায় কীভাবে দিন গুজরান, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তরুণী দিতেই হইচই। কেউ কেউ আঁতকে উঠছেন রীতিমতো, বলছেন এও সম্ভব!
নিউইয়র্কের ইমলি বোনানি, সোশ্যালমিডিয়ায় নিজের এক চিলতে বাথরুমের ভিডিও পোস্ট করতেই নেটপাড়ায় রীতিমতো হইচই পড়ে গেল। অনেকেই কিন্তু ঘটনায় তরুণীর দিকেই আঙুল তুলছেন। জেনেন নিন কারণ।
সারাবিশ্বের মধ্যে নিউইয়র্ক অন্যতম দামি শহর, একথা সর্বজনবিদিত। এই শহরে জীবন যাপনের জন্য গুনতেও হয় অনেক বেশি টাকা। অধিকাংশ মানুষই হিমশিম খেয়ে যান সংসার চালাতে । এরইমধ্যে ভাড়ার ঘরের গগনচুম্বি দাম থাকায় ওখানকার মানুষদের মাথা গোজার জায়গা খুঁজতে গিয়ে রীতিমতো কপালে হাত পড়ে যায়। পাশাপাশি দালালের ঝামেলা ,আবেদনের জন্য টাকা, সমস্যা হাজারও। স্বপ্নের জায়গায় সাধ্যের মধ্যে ঘর খুঁজতে নাজেহাল, অনেকেই মাথার ছাদ জোগাড় করেই থাকতে শুরু করেন। অনেক ঘরেই তিল ধারণের জায়গাই থাকে না।
সম্প্রতি নিউইয়র্কের এক তরুণী তাঁর অ্যাপার্টমেন্টের ছোট বাথরুমের ভিডিও করে সোশ্যালমিডিয়ায় পোস্ট করেন। এতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়া। ভিডিওটিতে ওই তরুণী জানিয়েছেন যে, তাঁর অ্যাপার্টমেন্টের বাথরুমটি গোটা নিউইয়র্ক শহরের মধ্যে সবেচেয়ে ছোট বাথরুম। ইমলি ভিডিওটিতে তাঁর অ্যাপার্টমেন্টের বাথরুমের অবস্থা তুলে ধরেন , সেখানেই দেখা যাচ্ছে বাথরুমটি খুবই ছোট। সিংক এবং বাথরুম এক্কেবারে সংযুক্ত। এমনকি ফ্ল্যাশ অন করলে সিংকের কল থেকে জল পড়ছে।
তরুণী এই ভিডিও পোস্ট করার পরেই সমাজমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। নিমিষের মধ্যে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়। এরপরেই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষের ঝড়। কেউ কেউ তাঁর নিন্দা করলেও, অনেকেই আবার তাকে সহানুভূতি দেখিয়ে লিখেছেন এর থেকে ছোট বার্থরুম তাঁরা ব্যবহার করেন।
