আজকাল ওয়েবডেস্ক: স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা আরিনা রোদিওনোভা। ২০১৫ সালে প্রাক্তন অস্ট্রেলিয়ান রুলস ফুটবলার টাইরন ভিকেরিকে বিয়ে করেন আরিনা। নয় বছরে সম্পর্কে ইতি টানলেন দু'জনেই। ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে বিবাহবিচ্ছেদের কথা জানান আরিনা। প্রসঙ্গত, এই ঘোষণার কয়েকদিন পরেই ১২ জানুয়ারি প্রাপ্তবয়স্কদের ভিডিও তৈরির ওয়েবসাইট অনলিফ্যানস-এ আত্মপ্রকাশ করেছেন এই টেনিস তারকা।
সংসারে ফাটল! স্বামীর সঙ্গে সম্পর্ক শেষ করতেই চরম পদক্ষেপ করলেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা?
জানুয়ারি মাসে একটি ভিডিও প্রকাশ করে তাঁর অনুগামীদের অনলিফ্যানস-এ অ্যাকাউন্ট খোলার কথা জানান তিনি। অনেকেরই ধারণা, তাঁর এই সিদ্ধান্তের পিছনে এক ভক্তের হাত রয়েছে। একটি পোস্টে ওই ভক্ত লিখেছিলেন অনলিফ্যানস-এ অ্যাকাউন্ট খুলে ফেলুন। টেনিসের চেয়ে বেশি টাকা উপার্জন করবেন। অনলিফ্যান অ্যাকাউন্টের বায়োতে তিনি লিখেছেন, ''একটি মজার টেনিস খেলোয়াড়।''
রাশিয়ায় জন্ম আরিনার। ৩৫ বছর বয়সী এই টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন ইতিমধ্যেই। জার্মানির ইভা লিসের কাছে স্ট্রেট সেটে হারেন তিনি। বর্তমানে ডব্লিউটিএ ব়্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে আছেন আরিনা।
অনলিফ্যানস একটি পেইড সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা মাসিক পাঁচ ডলার থেকে শুরু করে ৫০ ডলারের বিনিময়ে বিভিন্ন কনটেন্ট দেখতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই এটি পরিচিত খোলামেলা, সাহসী কনটেন্টের জন্য। তাছাড়া আলাদা টিপস দিয়েও ব্যক্তিগত কনটেন্ট কেনারও অপশনও রয়েছে এখানে। অনলিফ্যানস তাঁদের নির্মাতাদের আয়ের ৮০% রেখে দেয় এবং ২০% কাটে। জানা গিয়েছে, এই প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত নির্মাতাদের মোট ১৫ বিলিয়ন ডলার প্রদান করেছে। ডিজিটাল জগতে বর্তমানে অন্যতম লাভজনক প্ল্যাটফর্ম এটি।
