১০০০তম দিনে মেয়োরোডে গান্ধীমূর্তির পাদদেশে এসএলএসটিতে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অবস্থান মঞ্চে চোখে জল নিয়ে মস্তক মুণ্ডন করতে দেখা যায় এক আন্দোলনকারীকে। তারপরই চাকরিপ্রার্থীদের অবস্থান মঞ্চে পৌঁছন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল যখন ঢোকেন তখন ঘটনাস্থলে কিছুটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। তারপরেও ধর্নামঞ্চে গিয়ে কথা বলেন তিনি। গোটা বিষয়টির সমাধান সূত্র বের করতে আগামী সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের ৭ প্রতিনিধির বৈঠক হবে বলে জানান রাজ্য তৃণমূলের মুখপাত্র।