সংবাদসংস্থা মুম্বই:
অমন জয়সোয়ালের মৃত্যু নিয়ে মুখ খুললেন সহকর্মী
সম্প্রতি পথ-দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা অমন জয়সোয়ালের। ছোটপর্দার বেশ পরিচিত নাম ছিলেন তিনি। শুক্রবার বিকেলে যোগেশ্বরী হাইওয়ে ধরে বাইক চালানোর সময় তাঁর সঙ্গে এক ট্রাকের ধাক্কা লাগে। গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। অমনের সহ-অভিনেতা হৃতিক যাদব জানালেন একটি অডিশন দেওয়ার জন্যই যাচ্ছিলেন অমন। তাঁর দুর্ঘটনার খবর সেই অডিশনের কাস্টিং ডাইরেক্টর থেকে পান তিনি। এরপর তাঁর হাসপাতালে পৌঁছনোর মিনিট ১৫ আগেই মৃত্যু হয় অমনের। হৃতিক জানান, চিকিৎসকেরা নানারকম চেষ্টা করেছিলেন অমনকে বাঁচানোর। সিপিআর দেওয়াতে একবার প্রায় সাড়া দিয়েও ফেলেছিলেন অমন, কিন্তু তাঁর ফুসফুস ভীষণ জখম হয়েছিল, পাশাপাশি হয়েছিল প্রচুর অভ্যন্তরীণ রক্তপাত। ফলে, শেষমেশ চিকিৎসকদের কোনও চেষ্টাই সফল হয়নি।
সইফকে ছুরি মেরে হেডফোন কিনতে ব্যস্ত আততায়ী!
সম্প্রতি, সইফ-কাণ্ডের তদন্তে পুলিশের হাতে এসেছে সিসিটিভির একটি নতুন ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে সইফ আলি খানকে এলোপাথাড়ি ছুরি মেরে বেরিয়ে যাওয়ার পর দাদার রেল স্টেশন সংলগ্ন অঞ্চলে থেকে ওই দুষ্কৃতী নতুন হেডফোন কিনছে। তার পরনের পোশাকও তখন বদলে গিয়েছে। সইফের আবাসনের আপৎকালীন সিঁড়িতে তাকে দেখা গিয়েছিল কালো রঙের পোশাকে, কিন্তু এই নয়া সিসিটিভি ফুটেজে তার পরনে নীলরঙা টিশার্ট। পুলিশের অনুমান, এরপরেই লোকাল ট্রেনে চেপে চম্পট দিয়েছিল অভিযুক্ত।
রিয়াকে ধন্যবাদ পুলিশের
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বার বার অভিযোগের আঙুল উঠেছে প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। অভিনেতার মৃত্যুর পর হাজার বিতর্ক দানা বাঁধে রিয়াকে ঘিরে। অভিনেতার মৃত্যুর পর রিয়ার নামে অভিযোগ করেন সুশান্তের বাবা। এরপর রিয়া চক্রবর্তীকে জেলবন্দি হয়ে কাটাতে হয় দু’মাস। কেমন ছিল সেখানকার অভিজ্ঞতা, জানালেন অভিনেত্রী। জানালেন, সেই সময়ে জেলের বাকি বন্দিদের মানসিক স্বাস্থ্য নিয়ে তিনি আলোচনা করেছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে তাঁদের মধ্যে সচেতনতা প্রচার করেছিলেন তিনি। এবং তা দেখে সেই জেলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারেরা নাকি তাঁকে ধন্যবাদও জানিয়েছিলেন, দাবি অভিনেত্রীর।
