আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রায়ই অভিযোগ উঠছে। গুয়াহাটি ডার্বিতে পিভি বিষ্ণুর মারা বল  আপুইয়ার হতে লাগলেও রেফারি ইস্টবেঙ্গলকে পেনাল্টি দেননি। এদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল সেই বিতর্কে জল ঢেলে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, ওটা হ্যান্ডবল ছিল না। রেফারি ম্যাচ বন্ধ না করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। 

রেফারিং নিয়ে ইদানীংকালে বেশি সোচ্চার হয়েছে ইস্টবেঙ্গল ও পাঞ্জাব। এদিন ট্রেভর কেটেল ভারতীয় রেফারিদের পাশে দাঁড়িয়ে বলেছেন, ''আমাদের রেফারিদের সততা অক্ষুণ্ণ রয়েছে। কোনও দলের পক্ষে বা ক্ষতি করার জন্য ইচ্ছাকৃত কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।'' 

যদিও এদিন ট্রেভর কেটেলের এহেন রায়ের ফলে কম বিতর্ক হয়নি। ইস্টবেঙ্গল সমর্থকরা ক্ষুব্ধ কেটেলের উপরে। তাঁদের বক্তব্য টাকার কাছে বিকিয়ে গিয়েছে সব। ট্রেভর কেটেল শনিবারের কলকাতা ডার্বির সেই বিতর্কিত মুহূর্ত প্রসঙ্গে বলছেন, আমি আশা করেছিলাম মিডিয়ার তরফ থেকে এমনই প্রশ্ন আসবে। শুধু আমি একা নই, রিভিউ প্যানেলের একাধিক সদস্য সেদিনের ঘটনার ফুটেজ দেখার পরে সিদ্ধান্তে এসেছেন ওটা হ্যান্ডবল ছিল না।