মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের চালু করা ই-টেন্ডারিং ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী কেনার জন্য একটি সংস্থাকে বরাত দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরুদ্ধে। গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শুক্রবার মুর্শিদাবাদ জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্য মহম্মদ তৌহিদুর রহমান। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। বিষয়টি খোঁজ নিয়ে তারপরে বিস্তারিতভাবে বলতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
মুর্শিদাবাদ জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, শীতের মরশুমে জেলার বেশ কিছু মানুষকে কম্বল প্রদান করার জন্য সম্প্রতি জেলা পরিষদ একটি সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর গত ৩ জানুয়ারি ২৬০০টি কম্বল কেনার জন্য জেলা পরিষদের তরফ থেকে একটি 'কোটেশন' আহ্বান করা হয়। রাজ্য সরকারের অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ১ লক্ষ টাকার ঊর্ধ্বে কোনও সামগ্রী কিনতে হলে তা ই-টেন্ডারিং পদ্ধতির মাধ্যমে কিনতে হয়। ৫ লক্ষ টাকার ঊর্ধ্বে কোনও জিনিস কিনলে ক্রয় সম্পর্কিত তথ্যাদি ইংরেজি এবং বাংলা খবরের কাগজ এবং রাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করতে হয়।।
তৌহিদুরের অভিযোগ, ''জেলা পরিষদের তরফ থেকে ২৬০০ কম্বল কেনার জন্য ৯.৮৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে গোটা প্রক্রিয়াটি ই-টেন্ডারিং ব্যবস্থার মাধ্যমে না করে 'কোটেশন' ডেকে আব্বাসউদ্দিন শেখ নামে এক ব্যক্তির সংস্থাকে কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে।'' তাঁর আরও অভিযোগ, ''জেলা পরিষদের তরফ থেকে ৩ জানুয়ারি এই 'কোটেশন' আহ্বান করা হয়। মাঝে ৪ এবং ৫ তারিখ শনি ও রবিবারের জন্য জেলা পরিষদে ছুটি ছিল। ৬ তারিখে 'কোটেশন' জমা দেওয়ার শেষ দিনই আব্বাসউদ্দিনের সংস্থা 'কোটেশন' জমা দেয়। সেদিনই তাঁকে কম্বল সরবরাহ করার জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু করে দেওয়া হয় জেলা পরিষদের তরফ থেকে।'' তিনি বলেন, ''গোটা বিষয়টি আমরা জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার তথা জেলাশাসককে লিখিতভাবে জানিয়েছি। আমরা আশা করছি তিনি ব্যবস্থা নেবেন।''
কম্বল বিতর্কে রুবিয়া সুলতানা বলেন, ''মাঝে কয়েকদিন আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তাই কম্বল কেনার বিষয়টি আমার ঠিক জানা নেই। খোঁজ নিয়ে আমি বলতে পারব।''
অন্যদিকে, কম্বল সরবরাহকারী সংস্থার তরফে আব্বাসউদ্দিন শেখ বলেন, ''জেলা পরিষদের তরফ থেকে আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছিল আমি তেমনভাবেই কাজ করেছি। 'কোটেশন'-এর শর্ত মেনে ইতিমধ্যে আমি জেলা পরিষদের কম্বল সরবরাহ করে দিয়েছি। আশা করছি দ্রুত তার টাকা পেয়ে যাব।''
নানান খবর

নানান খবর

প্রেমিকের ঘরে স্ত্রী, কাকুতি-মিনতি না শোনায় স্বামী যা করলেন রাতের অন্ধকারে, শিউরে উঠলেন পড়শিরা

সাতসকালে নবান্নের কাছে উল্টে গেল কন্টেনার, বন্ধ যান চলাচল, ব্যাপক সমস্যায় নিত্যযাত্রীরা

সিবিআই আধিকারিক সেজে লুঠপাঠের অভিযোগ, পুলিশের হাতে গ্রেপ্তার সিআইএসএফ জওয়ান

ভগবানের পা ছুঁয়েছে, এবার তাঁর মতো ক্রিকেটার হতে হবে, ছেলেকে নিয়ে স্বপ্ন ঋতুপর্ণের মা-বাবার

'ভবিষ্যতের চাকরির অন্যতম ঠিকানা হতে চলেছে কলকাতা', লন্ডনে ভারতীয় হাইকমিশন থেকে বললেন মমতা

পূর্ব ভারতের সেরা সেরা গবেষণা প্রতিষ্ঠান কলকাতা মেডিকেল, উচ্ছ্বসিত মমতার অভিবাদন

'বাংলা এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক শতাব্দী প্রাচীন', লন্ডনের রাস্তায় হেঁটে অনুভূতি মুখ্যমন্ত্রী মমতার

থানা চত্বরে যুবকের ঝুলন্ত দেহ, সালিশি সভা ঘিরে প্রশ্ন

‘বিরাটকে বড্ড ভালবাসে, ওকে ক্ষমা করে দিক’, কোহলিকে প্রণাম করে গ্রেপ্তার হওয়ার পর আবেদন ঋতুপর্ণর মায়ের

জলাশয় ভরাটের বিরুদ্ধে আন্দোলনে সামিল উপ-পুরপ্রধান, নিজেই ভাঙলেন বেআইনি পাঁচিল

‘ধর্মের রাজনীতি ছাড়া কোনও ইস্যু নেই’, বিজেপিকে তীব্র কটাক্ষ রচনা ব্যানার্জির

ভিড় এড়াতে নয়া ব্যবস্থা, শিয়ালদা স্টেশনে এবার নয়া গেট, এইদিক দিয়ে এলে মিলবে বিশেষ সুবিধা

হাবড়ায় অর্ধনগ্ন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

'জলের অপচয় বন্ধ করুন', বিশ্ব জল দিবসে হুগলিতে বিশেষ অনুষ্ঠান

'সবাই শান্তিতে থাকবেন', লন্ডন উড়ে যাওয়ার আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রী মমতার

কিশোর মনে মোবাইলের কুপ্রভাব এবং জ্যোতির্বিজ্ঞান, হুগলির স্কুলে দুই দিনের বিশেষ কর্মশালা

বার্ড ফ্লু-আতঙ্ক, মুর্শিদাবাদে ইফতারের পাতে পড়ছে চিকেনের বদলে মাটনের পদ

ধস নেমে জল সরবরাহে বিপত্তি, সমস্যা সমাধানে বড় সিদ্ধান্ত হাওড়া পুরসভার