রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

E tender controversy in Murshidabad Zilla Parishad gnr

রাজ্য | টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৬Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের চালু করা ই-টেন্ডারিং ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী কেনার জন্য একটি সংস্থাকে বরাত দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরুদ্ধে। গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শুক্রবার মুর্শিদাবাদ জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্য মহম্মদ তৌহিদুর রহমান। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। বিষয়টি খোঁজ নিয়ে তারপরে বিস্তারিতভাবে বলতে পারবেন বলে তিনি জানিয়েছেন। 

মুর্শিদাবাদ জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, শীতের মরশুমে জেলার বেশ কিছু মানুষকে কম্বল প্রদান করার জন্য সম্প্রতি জেলা পরিষদ একটি সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর গত ৩ জানুয়ারি ২৬০০টি কম্বল কেনার জন্য জেলা পরিষদের তরফ থেকে একটি 'কোটেশন' আহ্বান করা হয়। রাজ্য সরকারের অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ১ লক্ষ টাকার ঊর্ধ্বে কোনও সামগ্রী কিনতে হলে তা ই-টেন্ডারিং পদ্ধতির মাধ্যমে কিনতে হয়। ৫ লক্ষ টাকার ঊর্ধ্বে কোনও জিনিস কিনলে ক্রয় সম্পর্কিত তথ্যাদি ইংরেজি এবং বাংলা খবরের কাগজ এবং রাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করতে হয়।। 

তৌহিদুরের অভিযোগ, ''জেলা পরিষদের তরফ থেকে ২৬০০ কম্বল কেনার জন্য ৯.৮৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে গোটা প্রক্রিয়াটি ই-টেন্ডারিং ব্যবস্থার মাধ্যমে না করে 'কোটেশন' ডেকে আব্বাসউদ্দিন শেখ নামে এক ব্যক্তির সংস্থাকে কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে।'' তাঁর আরও অভিযোগ, ''জেলা পরিষদের তরফ থেকে ৩ জানুয়ারি এই 'কোটেশন' আহ্বান করা হয়। মাঝে ৪ এবং ৫ তারিখ শনি ও রবিবারের জন্য জেলা পরিষদে ছুটি ছিল। ৬ তারিখে 'কোটেশন' জমা দেওয়ার শেষ দিনই আব্বাসউদ্দিনের সংস্থা 'কোটেশন' জমা দেয়। সেদিনই তাঁকে কম্বল সরবরাহ করার জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু করে দেওয়া হয় জেলা পরিষদের তরফ থেকে।'' তিনি বলেন, ''গোটা বিষয়টি আমরা জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার তথা জেলাশাসককে লিখিতভাবে জানিয়েছি। আমরা আশা করছি তিনি ব্যবস্থা নেবেন।''

কম্বল বিতর্কে রুবিয়া সুলতানা বলেন, ''মাঝে কয়েকদিন আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তাই কম্বল কেনার বিষয়টি আমার ঠিক জানা নেই। খোঁজ নিয়ে আমি বলতে পারব।'' 

অন্যদিকে, কম্বল সরবরাহকারী সংস্থার তরফে আব্বাসউদ্দিন শেখ বলেন, ''জেলা পরিষদের তরফ থেকে আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছিল আমি তেমনভাবেই কাজ করেছি। 'কোটেশন'-এর শর্ত মেনে ইতিমধ্যে আমি জেলা পরিষদের কম্বল সরবরাহ করে দিয়েছি। আশা করছি দ্রুত তার টাকা পেয়ে যাব।''


MurshidabadMurshidabadZillaParishadZillaParishadETender

নানান খবর

নানান খবর

ডিউটিতে বেরিয়ে নিখোঁজ, পাটের গুদামে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ

আম পাড়তে যাওয়াই কাল, ছাদ থেকে নীচে পড়ে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

‘তোর নাকটা বড় সুন্দর’, মাঝরাতে স্ত্রী ঘুমোতেই নাক কামড়ে খেয়ে নিলেন স্বামী! যুবতীর অভিযোগে তোলপাড়

প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে সাফল্য, অনুপ্রেরণার নাম নয়ন, হতে চায় প্রশাসক

বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতেই চরম পদক্ষেপ! ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার রহস্যমৃত্যু

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

সোশ্যাল মিডিয়া