আজকাল ওয়েবডেস্ক: এলাকা দখলকে কেন্দ্র করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের সংঘর্ষ। এমনই অভিযোগ। যার জেরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগর এলাকা। ইট পাটকেলের পাশাপাশি চলল ব্যাপক বোমাবাজি। এমনকি গুলি চালানোর অভিযোগও উঠেছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক তৃণমূল কংগ্রেস সমর্থক। এলাকায় পৌঁছেছে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ‘সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধেয় বালিয়াঘাটি ফিডার ক্যানেলের ঘাট নিয়ে প্রথমে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। সেই ঘটনার জের থেকেই শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ওয়াসিম বারির কয়েকজন অনুগামীকে রাস্তার উপর ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এরপরেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শুরু হয় বোমাবাজি। চলে কয়েক রাউন্ড গুলিও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আপাতত এলাকায় চলছে পুলিশি টহলদারি। ঘটনায় কংগ্রেসের দিকে আঙুল তুলেছে তৃণমূল। কংগ্রেস তা অস্বীকার করেছে।
