আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের এক চা বিক্রেতা থেকে বর্তমানে সন্ন্যাস জীবন ধারণ করেছেন দীনেশ স্বরূপ ব্রহ্মচারী নামে এক ব্যক্তি। তবে লোকসমাজে তিনি পরিচিত ‘চা-ওয়ালা বাবা’ নামে। সন্ন্যাস জীবন ধারণ করলেও চা ওয়ালা বাবা তাঁরা আরও এক সমাজসেবা মূলক কাজের জন্য পরিচিত। গত ৪০ বছর ধরে টানা সিভিল সার্ভিস প্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি। তাঁর সিভিল সার্ভিস প্রশিক্ষণেও রয়েছে বড়সড় চমক। শিক্ষকতাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন চা-ওয়ালা বাবা। সন্ন্যাস নেওয়ার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন মৌনব্রত পালন করার। সেই প্রতিজ্ঞাকে অক্ষুণ্ন রেখেই সিভিল সার্ভিসের কোচিং করিয়ে আসছেন তিনি।
পাশাপাশি, তিনি জীবনযাপন করেন শুধুমাত্র তরল খাবার খেয়ে। দিনে মাত্র ১০ কাপ চা পান করেই জীবন কেটে যায় তাঁর। জানা গিয়েছে, চা-ওয়ালা বাবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং যাবতীয় সামগ্রী বুঝিয়ে দেন ছাত্রছাত্রীদের। বর্তমানে প্রয়াগরাজের মহা কুম্ভ মেলায় গিয়েছেন তিনি। সেখান থেকেই চাকরি প্রার্থীদের পড়িয়ে যাচ্ছেন। সবটাই তিনি করছেন বিনামূল্যে। রাজেশ সিং নামে এক ব্যক্তি চা ওয়ালা বাবার সঙ্গে রয়েছেন প্রায় চার থেকে পাঁচ বছর ধরে।
তিনি জানান, মহারাজজি কথা বলেন না, তবে তাঁর বার্তা আমরা লেখা বা ইশারার মাধ্যমে বুঝে নিতে পারি। বাবার মৌন থাকার কারণ নিজের শক্তি সঞ্চয় করা, যা তিনি অন্যদের মঙ্গলে কাজে লাগান। তবে তিনি নীরব থাকলেও কাজে কোনও বাধা সৃষ্টি হয় না। যোগাযোগ করতে হলে তাঁর লেখাই যথেষ্ট। প্রসঙ্গত, বর্তমানে প্রয়াগরাজে কুম্ভমেলা অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। লক্ষ লক্ষ তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করার জন্য মেলায় আসবেন। সেই কারণেই মেলায় এসেছেন চা ওয়ালা বাবা। তবে বিরাট মেলার মাঝেও নিজের কর্তব্য পালন করতে ভোলেননি তিনি।
