
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ডার্বিতে চমক দিতে পারে ইস্টবেঙ্গল। শনিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে লাল হলুদ বেঞ্চে থাকতে পারেন রিচার্ড সেলিস। বৃহস্পতিবার এমনই জানান ইস্টবেঙ্গলের শীর্ষকতা দেবব্রত সরকার।সদ্য সই করা ভেনেজুয়েলান স্ট্রাইকারকে তড়িঘড়ি আইএসএলে নথিভুক্ত করানো হল। এখনও ভারতে পা রাখেননি সেলিস।ম্যাচের আগের দিন, অর্থাৎ শুক্রবার রাতে সরাসরি গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেবেন লাল হলুদের নবাগত বিদেশি। উল্লেখ্য, এর আগে জর্ডন এলসির ক্ষেত্রে এমন হয়েছিল। তবে সেই ম্যাচ ছিল কলকাতায়। খেলার আগের রাতে শহরে পা রাখা এলসিকে পরের দিনই মাঠে নামিয়ে দেওয়া হয়। চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ছিটকে যান অস্ট্রেলিয়ান স্টপার। লাল হলুদ জার্সিতে আর তাঁর নামাই হয়নি। চলতি আইএসএলে অ্যাওয়ে ম্যাচে সরাসরি দলের সঙ্গে যোগ দেন হেক্টর ইউস্তেও। চোটের জন্য একাধিক ফুটবলারকে পাবে না ইস্টবেঙ্গল। সল ক্রেসপো দলের অনুশীলনে যোগ দিলেও ডার্বি খেলার মতো অবস্থায় নেই। আনোয়ার অনিশ্চিত। যদিও তাঁর খেলার সম্ভাবনাই বেশি। শৌভিক চক্রবর্তী এখনও পুরো ফিট নয়। এই মরিয়া অবস্থায় নবাগত সেলিসকে ডার্বিতে নামিয়ে দেওয়া হলে অবাক হওয়ার কিছু নেই। তবে সবটাই নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং অস্কার ব্রুজোর ওপর।
অন্যদিকে ডার্বির প্রায় ৪৮ ঘন্টা আগে খারাপ খবর সবুজ মেরুন শিবিরে। ১০-১৫ দিনের জন্য মাঠের বাইরে অনিরুদ্ধ থাপা। দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না। আগের দিন অনুশীলনে গুরুতর চোট পান বাগানের তারকা ফুটবলার। দেখে বোঝাই যায়, ডার্বিতে নেই। এদিন তাতে সিলমোহর পড়ল। তবে সবুজ মেরুন সমর্থকদের জন্য স্বস্তির খবর, চোট সারিয়ে ডার্বিতে ফিরবেন দিমিত্রি পেত্রাতোস। বরাবরই বড় ম্যাচের প্লেয়ার দিমি। সে যতই ফর্মে না থাকুন। চলতি আইএসএলের প্রথম ডার্বিতেও গোল আছে দিমিত্রির। শনিবার পরে নামবেন অস্ট্রেলিয়ান। ডার্বিতে প্রথম একাদশে ফিরছেন গ্রেগ স্টুয়ার্ট। হায়দরাবাদ ম্যাচে শেষ ১২ মিনিট তাঁকে নামিয়ে দেখে নেন হোসে মোলিনা। ডার্বিতে ম্যাকলারেনের সঙ্গে জুটি বাঁধবেন স্টুয়ার্ট। যা মোহনবাগান সমর্থকদের জন্য অত্যন্ত আনন্দের খবর। প্রথম একাদশের বাকি দুই বিদেশি টম অ্যালড্রেড এবং আলবার্তো রডরিগেজ। পরে নামবেন জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোস। শুক্রবার সকালে যুবভারতীতে প্রাক ম্যাচ প্রস্তুতি সারবে মোহনবাগান দল। দু'দফায় গুয়াহাটি যাবে দল। ভারতীয় ফুটবলাররা দুপুর সাড়ে বারোটার ফ্লাইটে যাবে। কোচ সহ বিদেশিরা যাবে বিকেল ৪.১০ মিনিটের বিমানে। সকালে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে প্র্যাকটিস করে শুক্রবার বিকেলের বিমানে গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে ইস্টবেঙ্গল দল।
দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ! কেন? বাদ পড়লেন সামিও
ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত
লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো
'ফর্মে ফিরতে হলে ওকে ফোন করো', পন্থকে পরামর্শ বীরুর, মেনে চললে রান পাবেনই
নিষেধাজ্ঞার খবর প্রকাশের ২ দিন পরই মুক্তি, সব ধরনের ক্রিকেট খেলতে পারবেন রাবাদা
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর