
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঠাণ্ডা ঝড়ে কাঁপছে সব। চারিদিকে হচ্ছে ভারী তুষারপাত। সঙ্গে বৃষ্টিপাত। পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই প্রতিকূল অবস্থায় কমপক্ষে পাঁচজন মারা গিয়েছেন।
সেখানকার ট্র্যাকিং ওয়েবসাইট জানাচ্ছে, সোমবার বিকেল পর্যন্ত প্রায় এক লক্ষ ৭৫ হাজারের বেশি মানুষ মিসৌরি থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিদ্যুৎহীন ছিল। এই প্রতিকূল অবস্থার জেরে প্রায় ২৪০০ টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। এছাড়া বহু বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ন্যাশানাল ওয়েদার সার্ভিস থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, ওয়াশিংটনে এক ফুট পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই ঝোড়ো হাওয়ার ওপর নজর রাখছেন স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং প্রয়োজন অনুসারে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
এই ভয়াবহ ঝড়ের প্রভাবে শহরের সমস্ত রাস্তা তুষারে ঢেকে গিয়েছিল। ঠিক যেন মনে হচ্ছিল কেউ সাদা রঙ ছড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে শহরের স্কুলগুলি একদিনের জন্য বন্ধ পর্যন্ত রাখা হয়েছিল। মিসৌরি স্টেট হাইওয়ে থেকেও আরও দুটি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গাড়িতে তুষারচাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁদের। এর পাশাপাশি এক হাজারেরও বেশি গাড়িচালক আটকে পড়েছিলন। প্রতিবেশী কানসাসে খারাপ আবহাওয়ার জন্য এক গাড়ির সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে একজন মারাও যান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সোমবার সকালে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছেন।
আশঙ্কা করা হচ্ছে টর্নেডোর। সেই সঙ্গে শিলাবৃষ্টি এবং বাতাসের দমকা হাওয়ায় যে কোনও মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে। অন্যদিকে, মার্কিন উপসাগরীয় উপকূলে পারদ কয়েক ডিগ্রি পর্যন্ত নামতে পারে। অ্যাপালাচিয়ান পার্বত্য অঞ্চলের পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। কেনটাকি, মিসৌরি, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ড সহ বেশ কয়েকটি জায়গার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছেন ঘরে থাকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
এশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় ভারতেই অবস্থিত, জানেন কোনটি?
ভাঁড়ে মা ভবাণী দশা পাক অস্ত্রভাণ্ডারের! ভারতের সামনে টিকতে পারবে মাত্র চার দিন, তাতেই এত আস্ফালণ?
আত্মমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় এনসিপি
পাকিস্তানে ভূমিকম্প, কম্পন অনুভূত হল পাক অধিকৃত কাশ্মীরে
মাউন্ট ফুজির নাম করে পর্যটক টানার চেষ্টা, পাহাড়ের চুড়ো সাদা রঙে মুড়ে দিল চীন! টিকিট কেটে দেখতেও গেলেন অনেকে
তেল আবিব বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, দিল্লি-তেল আবিব এয়ার ইন্ডিয়া ফ্লাইট ফিরিয়ে আনা হল আবু ধাবিতে
যুদ্ধ লাগলে মাত্র চারদিনেই কুপোকাত পাকিস্তান? সীমান্তে উত্তেজনার মাঝেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য!
গরমে ডিহাইড্রেশন থেকে সাবধান, কী বলছেন বিশেষজ্ঞরা
ঘুমেই রয়েছে দীর্ঘ জীবনের জিওনকাঠি, সামনে এল অবাক করা তথ্য
১০০ কিমি দীর্ঘ পথ ১২ দিন অবরুদ্ধ, যা বিশ্বের দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম বলে প্রসিদ্ধ, জানেন কোথায় হয়েছিল?
চলেছিল মাত্র কয়েক মিনিট! এই যুদ্ধ ইতিহাসের পাতায় সবচেয়ে স্বল্প-মেয়াদী বলে পরিচিত, জানেন কাদের মধ্যে হয়েছিল?
'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির
পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের
'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি
সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন