আজকাল ওয়েবডেস্ক: আজীবন যৌবন ধরে রাখতে সন্তানের রক্ত নিজের শরীরে প্রবেশ করাবেন স্বঘোষিত মনুষ্য 'বার্বি'। আমেরিকার মার্সেলা ইগলেসিয়া সম্প্রতি এই ঘোষণা করেছেন। তাঁর এই ঘোষণা চমকে দিয়েছে সকলকে।

৪৭ বছর বয়সী মার্সেলা লস এঞ্জেলেসের বাসিন্দা। ইতিমধ্যেই তিনি ৮৬ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন প্লাস্টিক সার্জারির পিছনে। তাঁর ইচ্ছে, বাচ্চাদের প্রিয় খেলনা বার্বি পুতুলের মতো নিজের শরীরের গঠন তৈরি করা। তাঁর ঘোষণা, নিজের ছেলের রক্ত শরীরে প্রবেশ করাবেন। এর ফলে শরীরে নতুন কোষের সরবরাহ বজায় থাকবে। এই বুদ্ধি তাঁর ছেলে রড্রিগোরই মস্তিষ্কপ্রসূত বলে দাবি করেছেন মার্সেলা। তাঁর ঠাকুমাকেও একই ভাবে রক্ত দেওয়ার কথা ভাবছেন ২৩ বছরের রড্রিগো।

মার্সেলা জানিয়েছেন, স্টেম সেল থেরাপি নেওয়ার সময় তিনি এই পদ্ধতির কথা জানতে পারেন। এই রক্ত বদল করার ফলে শরীরে নতুন কোষের আমদানি ঘটে। এর উপকার অনেক। তিনি বলেন, ''রক্ত বদলের ফলে শরীরে আগত নতুন কোষগুলি অক্সিজেন সরবরাহে সাহায্য করে। চোট পেলে তা সারেও দ্রুত।''

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ????QUEEN OF HOLLYWOOD ™️????⭐️???? (@marcelaiglesiashollywood)