আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে নেহেরু প্রসঙ্গ। কাশ্মীর ইস্যুতে তিনি জওহরলাল নেহেরুকেই দায়ী করেছেন।শাহের মতে, নেহেরু কাশ্মীর প্রসঙ্গে দুটি ভুল পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এক যুদ্ধ বিরতি ষোষণা, দুই, কাশ্মীর সমস্যাকে রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়া। সঠিক পদক্ষেপ নিলে দেশের ভূখণ্ডের ক্ষতি গত না। পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গেই শাহ বলেন, নেহেরুর ভুল সিদ্ধান্তের কারণেই এই ঘটনা। শাহের বক্তব্যের পাল্টা এবার আসরে হাত শিবির। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভুল, সেকথা জানিয়েছে তারা। শাহ দাবি করেছিলেন, সমগ্র কাশ্মীর জয় না করেই যুদ্ধ বিরতি ঘোষণা করা নেহেরুর একটি ভুল। এই প্রসঙ্গে হাত শিবির জানিয়েছে, এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তৎকালীন সেনাপ্রধানের পরামর্শে। কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি জানিয়েছেন, " আমি জানি না স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যের উৎস কী, তবে ঐতিহাসিকভাবে বলতে গেলে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীকে ভারতীয় সেনাবাহিনীর তৎকালীন কমান্ডার ইন চিফ জেনারেল সামরিক পরামর্শ দিয়েছিলেন।" সিদ্ধান্ত নেহেরু একক নয় বরং তাঁর মন্ত্রিসভা নিয়েছিল বলেও জানিয়েছেন তিনি। কংগ্রেস নেতা প্রমোদ তেওয়ারির বক্তব্য, নেহেরু না থাকলে ভারত শ্রীনগরকেও হারাতে পারত।