শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩ : ০৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত দেশ, প্রস্তুত শহর কলকাতাও। হুল্লোড়ে মাতবেন বহু মানুষ। আর ঠিক সেই কারণেই মঙ্গল এবং বুধে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেল চারটে থেকে বুধবার ভোর সাড়ে চারটে পর্যন্ত এবং বুধবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ময়দান সহ কলকাতার আশেপাশের একাধিক এলাকায়। পণ্যবাহী যান চলাচল করবে না এজেসি বোস রোড এবং চৌরঙ্গী রোড ক্রসিং থেকে উত্তরের দিকে যাওয়ার রাস্তায়। স্ট্র্যান্ড রোড এবং গোষ্ঠয়াল সরণি ক্রসিং, মেয়ো রোড এবং ডাফরিন রোড ক্রসিং, ক্যাথেড্রাল রোড এবং কুইনস ওয়ে ক্রসিং-সহ একাধিক রাস্তা। ৩১ তারিখ বিকেল চারটে থেকে ১তারিখ ভোর সাড়ে চারটে এবং এক তারিখ বিকেল সাড়ে চারটে থেকে দু’ তারিখ রাত বারোটা পর্যন্ত পার্ক স্টিট উইড স্ট্রিট এবং জহরলাল নেহেরু রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়ির গতিগত পরিবর্তন হবে। সংশ্লিষ্ট রাস্তা গুলি হল আচার্য জগদীশচন্দ্র বোস রোড ও চৌরঙ্গী রোডের সংযোগস্থল থেকে উত্তরমুখী হরিশ মুখার্জী রোড, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড স্ট্যান্ড রোড, অক্লান্ত রোড, রেড রোড এসপ্ল্যানেড ক্রসিং সহ গভর্মেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি এভিনিউ, এসপ্ল্যানেড র্যাম্প-সহ দ্বিতীয় হুগলি ব্রিজে।
এর পাশাপাশি শহরের যেসব রাস্তায় বর্ষবরণের রাতে ও নববর্ষের দিন স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ হতে পারে সেই সংশ্লিষ্ট রাস্তা গুলি হল, কলকাতা জাদুঘরের সামনের রাস্তা সহ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে বিড়লা প্লানেটরিয়াম, আলিপুর চিড়িয়াখানা, পরেশনাথ মন্দির, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, নিউমার্কেট চত্বর সহ বিড়লা মন্দির সংলগ্ন আশুতোষ চৌধুরী এভিনিউ ও মিলিনিয়াম পার্ক চত্বর এলাকায়। ৩১ এবং ১ তারিখে পার্ক স্ট্রিটের বেশ কিছু জায়গা ওয়ান ওয়ে হবে। হো-চি-মন সরণি পূর্ব থেকে পশ্চিম, লিটল রাসেল স্ট্রিট দক্ষিণ থেকে উত্তরে, ক্যামাক স্ট্রিট উত্তর থেকে দক্ষিণে বেশকিছু জায়গায় ওয়ান ওয়ে থাকবে। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, মিডলটন স্ট্রিট, রাসেল স্ট্রিটের একাধিক জায়গায় যান দাঁড় করানো যাবে না।
বড়দিনের পর বর্ষবরণের রাতেও কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকছে শহর কলকাতা। শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিক বৈঠক করে জানান, অন্য বছরের মতো বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশের ব্যবস্থা করা হয়েছে। মোট ৪৫০০ পুলিশ থাকবে শহরজুড়ে। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছেন কন্ট্রোল রুম থেকে তার তদারকি করবেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি। প্রতিটি জোনে ডিসি-র নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে।
বর্ষশেষের রাতে যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা মেট্রো। বছরের শেষ রাতে ভিড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ছ’টি বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো। জানানো হয়েছে, সমস্ত গেটে মোতায়েন করা হবে দক্ষ আরপিএফ কর্মী। যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে। মহিলা এবং শিশুদের সুরক্ষার জন্য পার্ক স্ট্রিট স্টেশনে মহিলা আরপিএফ মোতায়েন করা হবে। গঠন করা হবে একটি বিশেষ দল যেখানে একজন সাব-ইন্সপেক্টর/অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং চারজন কর্মী। এই বিশেষ দলের কর্মীদের মোতায়েন করা হবে পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে এই দলকে।
নানান খবর

নানান খবর

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১

ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক