রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
AA | ০৯ জুলাই ২০২৩ ১৯ : ৩৬Rishi Sahu
এটি আসবাবে জলের দাগ বসবে না। আর্দ্রতা আসবাব নষ্ট করতে পারবে না।
মোমপলিশ লাগান: আসবাবের গায়ে সপ্তাহে একবার মোম পলিশ লাগাতে পারলে কেয়াবাত। এই আস্তরণ ধুলো এবং আর্দ্রতা নিরোধক। ফলে, আসবাব ভাল থাকবে। ঝকঝকে দেখাবে।
আজকাল ওয়েবডেস্ক সকাল থেকে আকাশের মুখভার। কখনও ঝমঝমিয়ে কখনও টিপটিপে বৃষ্টি। স্যাঁতসেঁতে আবহাওয়ায় শুধু কি মনে আষাঢ়-শ্রাবণ? ছাপ পড়ে বাড়ির আসবাবেও। কাঠের আলমারির গায়ে কিংবা খাবারের টেবিলের উপরে হয় কালো ছিটে দাগ (কথ্য ভাষায় তিল)। নয়তো সাদাটে ছাতা (ফাংগাস)। আসবাবের এমন হাল হলে বাড়ির সৌন্দর্যই মাটি। ছাতা দিয়ে না হয় বৃষ্টি থেকে মাথা বাঁচালেন। স্যাঁতসেঁতে আবহাওয়া থেকে আসবাব বাঁচাবেন কী করে? রইল কিছু সহনিয়মিত পরিষ্কার করুন: ধুলো-ময়লা আসবাবের উপরে জমলেই অর্ধ্বেক জৌলুস মাটি। ধুলোর পুরু আস্তরণ নষ্ট করে দেয় পালিশ। রোজ তাই নরম কাপড় বা পালকের ঝাড়ন দিয়ে আসবাব পরিষ্কার করুন।জ পদ্ধতি---
নিয়মিত পরিষ্কার করুন: ধুলো-ময়লা আসবাবের উপরে জমলেই অর্ধ্বেক জৌলুস মাটি। ধুলোর পুরু আস্তরণ নষ্ট করে দেয় পালিশ। রোজ তাই নরম কাপড় বা পালকের ঝাড়ন দিয়ে আসবাব পরিষ্কার করুন।