আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহের ঠাসা কর্মসূচি নিয়ে বুধবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার আত্মীয়ের বিয়েতে যোগ দেবেন তিনি। সেখানে যাওয়ার কথা রয়েছে অভিষেকেরও। বরকর্তা হিসেবে যাচ্ছেন ফিরহাদ হাকিম। শুক্রবার পাহাড়ে গণবন্টন কর্মসূচিতে যোগ দেবেন মমতা। শনিবার এবং রবিবারে আলিপুরদুয়ার এবং সোমবার, মঙ্গলবার জলপাইগুড়ি- শিলিগুড়ি হয়ে কলকাতায় ফিরবেন তিনি।

আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে গনবন্টন কর্মসূচি রয়েছে তাঁর। উত্তরবঙ্গের কর্মসূচির কারণে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পারেননি মমতা। জোটের তিন হেভিওয়েট নেতা না থাকায় বাতিল করা হয়েছে এবারের বৈঠক। অন্যদিকে, পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিলের মিটিংয়েও এবার থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী।