অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্কের কথা জানেন না এমন হিন্দিছবিপ্রেমী দর্শক বিরল। শোনা যায়, তাঁদের প্রেম নাকি এতটাই তুঙ্গে পৌঁছেছিল গোপনে নাকি বিয়ে পর্যন্ত সেরে ফেলেছিলেন তাঁরা! যদিও এটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অমিতাভ-রেখা দু'জনেই।
2
10
বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, এক পার্টিতে লোকজনের মাঝে শাহরুখ খানকে ঠাটিয়ে চড় মেরেছিলেন জয়া বচ্চন! কেন? না, শাহরুখ নাকি অভিষেক বচ্চনের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছিলেন। যা কানে আসার পর আর মাথা ঠান্ডা রাখতে পারেননি অভিষেকের মা।
3
10
তখন জোর প্রেমপর্ব চলছে সইফ-করিনার। সেই সময় এরকম একটি কথা চাউর হয়েছিল যে সইফের হৃদয় জেতার পাশাপাশি তাঁকে নিজের বশে রাখার জন্য নাকি একটি বিশেষ 'প্রেমের পানীয়' কাহিয়েছিলেন করিনা! সেকথা কানে যাওয়ার পর অবশ্য তা হেসে উড়িয়ে দিয়েছিলেন 'সৈফিনা'।
4
10
একসময়ের বলিউডের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী ছিলেন রিনা রায়। সেই রিনার সঙ্গে সোনাক্ষী সিনহার মুখের আদলের অদ্ভুত মিল। ফিসফাস, সোনাক্ষী নাকি রিনার-ই 'লাভ চাইল্ড'। শত্রুঘ্ন সিনহার সঙ্গে এক সময়ে রিনার বিবাহ বহিৰ্ভূত সম্পর্ক এই গুজবের পলে আজও হাওয়া দেয়।
5
10
বলিউডে এক সময় এই খবর ছড়িয়ে পড়েছিল, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের এক সন্তান জন্ম নিয়েছিল যখন তাঁদের বিয়ে হয়নি। যদিও এই খবর নিয়ে আজ পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি রণবীর কিংবা আলিয়া-কারও তরফেই।
6
10
শোনা যায়, দীপিকা পাড়ুকোনের এক পূর্বপুরুষ নাকি টাইম ট্র্যাভেলার! তিনি-ই নাকি সময়ের খেলা খেলে দীপিকাকে বলিউডের অন্যতম সেরা ও সফল অভিনেত্রী করে তুলেছেন। পাশাপাশি আজও দীপিকার সঙ্গে নাকি তাঁর যোগাযোগ রয়েছে।
7
10
শাহরুখ খানের সমন্ধে আরও একটি কথা শোনা যায় বলিপাড়ার বাজারে। আমরা এখন যে শাহরুখকে দেখি, তিনি নাকি শাহরুখের ক্লোন। আসল শাহরুখ এখন আর প্রকাশ্যে বেরোয় না বয়সের দারুণ। এই তরতাজা ক্লোন-ই প্রকাশ্যে এসে শাহরুখের যাবতীয় কাজকর্ম করেন!
8
10
খানিক এমন ফিসফাস শোনা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়েও। বয়স হওয়া অবধারিত ভেবেই বহু বছর আগেই নাকি অবিকল নিজের মতো দেখতে এক অ্যান্ড্রয়েড রোবট তৈরি করিয়ে রেখেছিলেন ঐশ্বর্য। সেই রোবট নাকি আজকাল ‘আসল ঐশ্বর্য’ সেজেই সাধারণ মানুষের মাঝে হাজির হয়।
9
10
ভক্তদের ভালবাসার অত্যাচার ও পাপারাজ্জিদের সারাক্ষণ ক্যামেরার উঁকিঝুঁকির থেকে বাঁচার জন্য নাকি একটি গোপন বাঙ্কার রয়েছে সলমন খানের। এবং তা অবশ্যই মাটির তলায়। সময়-সুযোগ পেলেই 'টাইগার' সেখানে আশ্রয় নেন।
10
10
ক্যাটরিনা কইফের সঙ্গে অবিকল তুলনা টানা যায় কোনও রূপকথার গল্পের রাজকুমারীর। শোনা যায়, বাস্তবেও নাকি বিলেতের রাজরক্ত বইছে তাঁর ধমনীতে! তিনি নাকি কোনও রাজবংশের কন্যা অর্থাৎ সহজ ভাষায় রাজকুমারী! তবে সেই পরিচয় প্রকাশ্যে আনার সময় আসেনি বলেই নাকি তিনি এই প্রসঙ্গে কিছু বলেন না।