আজকাল ওয়েবডেস্ক:  আপনি কি চা খেতে ভালবাসেন। তাহলে আপনার ঘরে নিশ্চয় টি ব্যাগ রয়েছে। সেখান থেকে প্রতিদিন একটি করে টি ব্যাগ গরম জলে মিশিয়ে আপনি চা তৈরি করে নেন। তারপর সেখানে চিনি মিশিয়ে বা চিনি ছাড়া পান করেন। এখানেই চিন্তার কারণ দেখছেন চিকিৎসকরা। তারা গবেষণা থেকে দেখতে পারছেন বেশিরভাগ টি ব্যাগে থাকছে প্রচুর মাইক্রোপ্লাস্টিক।

 

তাই যখন আপনি সেই টি ব্যাগ থেকে চা পান করছেন তখন সেই প্লাস্টিক আপনার অজান্তেই চলে যাচ্ছে আপনার দেহে। বার্সেলোনার একটি গবেষণা সংস্থা সম্প্রতি এমনই তথ্য তুলে ধরেছে। এই প্লাস্টিক পেটে গিয়ে হজম হচ্ছে না। সেখান থেকে সরাসরি মিশে যাচ্ছে রক্তের সঙ্গে। ফলে সেখান থেকে দেহ একটি আবর্জনায় পরিনত হচ্ছে। এই প্লাস্টিক গিয়ে সরাসরি আঘাত করছে মানুষের হার্ট, কিডনি এবং লিভারে। সেখানকার সমস্ত কাজ বন্ধ করে দিচ্ছে এই ন্যানোপ্লাস্টিক।

 

দেহের প্রতিটি কোষের উপর সরসরি প্রভাব ফেলছে এই মাইক্রোপ্লাস্টিক। দেহের নিউরোনকেও দারুনভাবে প্রভাবিত করছে এরা। তাহলে এখানে প্রশ্ন উঠতে পারে সকলে কি চা পান করা ছেড়ে দেবে। এর উত্তর দিতে গিয়ে গবেষকরা জানিয়েছেন, চা পান করার সেরা উপায় হল টি ব্যাগের চা বর্জন করা।

 

যদিও টি ব্যাগ থেকে চা পান করেন তাহলে আগে সেখান থেকে চায়ের পাতা বের করে নেওয়া হোক। তারপর সেটিকে সরাসরি গরম জলে ফুটিয়ে নিয়ে চায়ের পাতা ফেলে দেওয়া হোক। যেমনভাবে সাধারণ চা তৈরি করা হয় তেমনভাবেই চা যদি পান করা যায় তাহলে দেহ এই মারাত্বক ক্ষতি থেকে বাঁচতে পারে।