আজকাল ওয়েবডেস্ক: ‘আমার মৃত্যুর জন্য দায়ী আমার মা!’ সুইসাইড নোটে এই কথা লিখে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ত্রিপুরার এক সাংবাদিক। নাম পৃথ্বীশ দত্ত। বয়স ৩৬। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মনুর মুখে মঙ্গলবার সকাল ৯টায় ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় পৃথ্বীশকে আগরতলা জিবি হাসপাতালে আনার পথেই মারা যান তিনি। জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে বেশ কয়েক বছর ধরেই নেশায় আসক্ত পৃথ্বীশ। স্ত্রী–র সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। বহু বছর আগে তার এক অবিবাহিত দিদিও বাড়ির অশান্তিতে আত্মঘাতী হন বলে স্থানীয়রা জানিয়েছেন।
