আজকাল ওয়েবডেস্ক: টালার ট্যাঙ্কে হবে মেরামতির কাজ। তাই সোমবার (১৬ ডিসেম্বর, ২০২৪) বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। ফলে ওইদিন টালা ও পলতা জলাধার থেকে জল সরবরাহও হবে না। কলকাতা শহরের মোট ১৬টি বোরোর মধ্যে প্রথম ৭টি থেকেই জল সরবরাহ হবে না। এছাড়াও সরবরাহ বন্ধ থাকবে কসবা-সহ ৮ নম্বর বরোর একাংশেও। আগেই বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছিল কলকাতা পৌরনিগম। 

টালার ট্যাঙ্ক বন্ধ থাকায় কলকাতার উত্তর ও মধ্যাংশের বিস্তীর্ণ এলাকায় জল সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে মূলত উত্তর কলকাতাতেই পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ৯টা থেকে পরের দিন (১৭ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে।

টালার ট্যাঙ্কে কী কী মেরামতি হবে?
কলকাতা পুরনিগমসূত্রে খবর, ট্যাঙ্কে আগের তুলনায় বড় ভাল্‌ভ বসানো হবে। এছাড়াও, ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ সারাই করা হবে। সেই সঙ্গেই মেরামতি হবে ট্যাঙ্কের লিক। ফলে সোমবার সকাল ৯টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে।