আজকাল ওয়েবডেস্ক:‌ বরোদার কাছে ৪১ রানে হার। সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা।


গ্রুপে শীর্ষ থেকেই নকআউটে গিয়েছিল বাংলা। কিন্তু শেষ আটের লড়াইয়ে পিছিয়ে পড়লেন মহম্মদ সামিরা। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। মহম্মদ সামি এদিন ব্যর্থ। দুই উইকেট নিলেও চার ওভারে দিয়েছেন ৪৩ রান। নিজের শেষ ওভারে সামি পান দুই উইকেট। বরোদা তুলেছিল ১৭২/‌৭। যদিও প্রথম ১০ ওভারে বরোদা যতটা গতিতে রান তুলেছিল, পরের দশ ওভারে ততটা পারেনি। তার কারণ সায়ন ঘোষ, প্রদীপ্ত প্রামাণিকদের আঁটোসাঁটো বোলিং। প্রদীপ্ত ২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬ রান দিয়ে নেন ২ উইকেট। কণিষ্ক শেঠ ২ উইকেট নিলেও চার ওভারে দিয়ে দেন ৩৯ রান। তবে পাটা উইকেটে বাংলা কেন পাঁচ স্বীকৃত বোলারে খেলতে গেল এটা নিয়ে প্রশ্ন উঠছে।


দুই ভাই হার্দিক ও ক্রুণাল রান পাননি। ওপেনার শাস্বত রাওয়াত করেন ৪০। অপর ওপেনার অভিমন্যু সিং করেন ৩৭। ওপেনিং জুটিতে ওঠে ৯০ রান। ওখানেই ভিত তৈরি হয়ে যায়। লোয়ার মিডল অর্ডারের অবদানে বরোদা তোলে ১৭২।


১৭৩ রানের টার্গেট নিয়ে শুরু থেকেই উইকেট পড়েছে বাংলার। অভিষেক পোড়েল ২২ করলেও অপর ওপেনার করণ লাল (‌৬)‌ ব্যর্থ। তিনে নেমে অধিনায়ক সুদীপ ঘরামি (‌২)‌ ফেল। ঋত্বিক চ্যাটার্জিও (‌০)‌ ব্যর্থ। ৩১ রানের ভিতরেই চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলা। একটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন ঋত্বিক চৌধুরি (‌২৯)‌ ও শাহবাজ আমেদ (‌৫৫)‌। কিন্তু তারপর সেই ব্যাটিং ব্যর্থতার কাহিনী। পরিমাণ কোয়ার্টার থেকেই ছিটকে যাওয়া। ১৮ ওভারেই ১৩১ রানে শেষ বাংলা।