আজকাল ওয়েবডেস্ক: আজব মেলা। যেখানে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলেন মহিলারাও। বাড়ি থেকে সেজেগুজে বেরিয়ে মহিলারা চলে আসেন এই মেলায়। তাঁদের স্বামীরাও থাকেন। এরপরেই শুরু হয়ে যায় পাল্লা দিয়ে জুয়াখেলা। এবছরও বসেছে এই মেলা। মূলাষষ্ঠী উপলক্ষে পুরাতন মালদহ পুরসভার মোকাতিপুর এলাকায়। অনেকে এই মেলাকে বলেন 'জুয়াড়ি মেলা'। শনিবার যা শুরু হল।
তবে মেলা শুরুর আগে হয় মূলাষষ্ঠীর পুজো। বেহুলা নদীর ধারে প্রথা মেনে সকলে সারেন পুজোপাঠ। সংসারের মঙ্গল কামনায় বিশেষ ধরনের ভোগ দিয়ে মূলাষষ্ঠীর পুজো করেন মহিলারা। প্রথা মেনে সমস্ত আচার আচরণের শেষে শুরু হয় জুয়াড়ি মেলা। তখন আর কোনও কথা নেই। জুয়ায় কে কাকে টেক্কা দেবেন তা নিয়ে শুরু হয় মহিলাদের মধ্যে জোর প্রতিযোগিতা।
কীভাবে এই মেলার প্রচলন? শোনা যায়, অনেক আগে জঙ্গল ভর্তি মোকাতিপুর ছিল হিংস্র বন্যপ্রাণীতে ভরা। সেজন্যই পুরুষদের সঙ্গে নিয়ে মহিলারা এখানে পুজো দিতে আসতেন। তাঁরা যখন পুজো দিতেন তখন তাঁদের সঙ্গী পুরুষরা মেতে উঠতেন তাস, পাশা খেলায়। সেই থেকেই এই মেলায় জুয়া খেলার প্রচলন। ধীরে ধীরে যা পরিচিত হয় জুয়াড়ি মেলা নামে।
