সংবাদ সংস্থা মুম্বই: কন্যা দুয়া পাড়ুকোন সিং-এর জন্মের পর থেকেই আড়ালে ছিলেন দীপিকা। শেষমেশ ঘরের চৌকাঠ পেরিয়ে বাইরে এলেন তিনি। আর বেরিয়েই শুক্রবার বেঙ্গালুরুতে সটান পৌঁছে গেলেন দিলজিৎ দোসঞ্জের অনুষ্ঠানে। মঞ্চে উঠে পা-ও মেলালেন পঞ্জাবি শিল্পীর সঙ্গে।

 

আদতে, দীপিকা বেঙ্গালুরুর-ই মেয়ে। নিজের শহরে ফের আত্মপ্রকাশ করলেন তিনি। সাদা ওভারসাইজ টিশার্ট এবং ট্রাউজারে দীপিকাকে দেখে তখন মুহুর্মুহু গর্জন ভেসে আসছে উত্তাল জনসমুদ্র থেকে। দিলজিতের সঙ্গে স্টেজে নাচ-গান করার ফাঁকে আরও একটি কাণ্ড করলেন দীপিকা। পাঞ্জাবি পপস্টার কন্নড় ভাষায় কথা বলতেও শেখালেন দীপিকা। লাজুক হেসে ভাঙা ভাঙা তা বললেনও দিলজিৎ। তা শুনে হেসে গড়িয়ে পড়লেও হাততালি দিতে ভোলেননি দর্শকেরা। এরপর মঞ্চ থেকে বেঙ্গালুরুর দর্শকের সঙ্গে কন্নড় ভাষাতেই হালকা কথাও বলেন অভিনেত্রী। মঞ্চ ছাড়ার আগে দীপিকাকে প্রশংসায় ভরিয়ে দিতে ভোলেননি দিলজিৎ। লাজুক হেসে পাঞ্জাবি গায়ক-অভিনেতাকে সস্নেহে জড়িয়েও ধরতে দেখা গেল ‘লেডি সিংহম’কে। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Instant Bollywood (@instantbollywood)