সংবাদসংস্থা মুম্বই: পরিচালক নীতেশ তিওয়ারির আসন্ন ছবি 'রামায়ণ' ঘিরে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। এই ছবিতে 'রাম'-এর ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। অন্যদিকে 'সীতা'র চরিত্রে থাকছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। এই প্রথমবার রণবীর ও পল্লবীকে জুটি হিসাবে দেখবেন দর্শক।    

 

আগেই জানা গিয়েছিল, 'রামায়ণ' দুটি অংশে তৈরি হতে চলেছে। ছবির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। ২০২৬-এর  দীপাবলিতে মুক্তি পাবে প্রথম ভাগ এবং ২০২৭ সালে দীপাবলিতে মুক্তি পাবে ছবির দ্বিতীয় ভাগ। এখন এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে।

 

ছবিতে দক্ষিণী অভিনেতা যশকে দেখা যেতে চলেছে 'রাবণ'-এর চরিত্রে। এবার জানা গেল রাম ভক্ত ভাই অর্থাৎ লক্ষণ কে হবেন! মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনেতা রবি দুবেকে দেখা যেতে চলেছে এই চরিত্রে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কথাবার্তা সারা হয়েছে অভিনেতার সঙ্গে। মুম্বই সংবাদমাধ্যমের কাছে এই খবরে নিজেই সিলমোহর দিয়েছেন রবি। এদিকে রণবীর ও সাই পল্লবী শুটিং শুরু করেছেন। খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসতে চলেছে লক্ষণ রূপে রবি দুবের প্রথম ঝলক।