আজকাল ওয়েবডেস্ক: শনিবার বিকেলে হঠাৎই বিধানসভায় দেখা গেল কলকাতা পুলিশের আধিকারিকদের। শনিবার ছুটির দিন। হঠাৎই এদিন কলকাতা পুলিশের একটি বাহিনী আসে বিধানসভায়। জাতীয় সঙ্গীত অবমাননার ঘটনায় তদন্ত করতেই এদিন পুলিশ আসে বলে খবর। সেখানে এই কাণ্ড ঘটেছে সেখানকার ভিডিও এবং ছবি তোলা হয়। উল্লেখ্য, বুধ এবং বৃহস্পতিবার বিধানসভায় ধর্না হয়।

তৃণমূলের পাল্টা ধর্না করে বিজেপি। বুধবার হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তৃণমূলের ধর্নাস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে বিধানসভার সিঁড়িতে বসে পাল্টা বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি নেতৃত্ব। অভিযোগ উঠেছে, তৃণমূলের বিধায়করা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় স্লোগান দিচ্ছিল বিজেপি। মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তোলেন। ১২জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভার স্পিকারের কাছে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।