আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার হায়দরাবাদ গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্যই তাঁর যাওয়া। সূত্রের খবর, শনিবার রাতের মধ্যেই কলকাতা ফিরবেন তিনি। প্রসঙ্গত, এর আগেও হায়দরাবাদে চিকিৎসা করাতে গিয়েছিলেন অভিষেক। 
এদিন বেলা সাড়ে ১১ টা নাগাদ অভিষেক দমদম বিমানবন্দরে আসেন। অনুগামীদের উদ্দেশে হাত নেড়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যান অভিষেক। প্রসঙ্গত, ২০১৬ সালে বহরমপুরে দলীয় কর্মী সম্মেলন থেকে ফেরার পথে আচমকাই দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দুর্ঘটনায় তাঁর চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার চিকিৎসা চলছে এখনও। চোখের চিকিৎসা করাতে সিঙ্গাপুর, আমেরিকাও গিয়েছেন অভিষেক। অস্ত্রোপচারও হয়েছে। এবারও চোখের চিকিৎসা করাতেই হায়দরাবাদ উড়ে গেলেন অভিষেক।