আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। কখনও লাভজনক হয় কোনও রাশি, আবার কখনও কারওর জীবন ঢাকে বিপদের কালো ছায়ায়। ২০২৪ সালের শেষ হতে আর এক মাস বাকি। আর চলতি বছরের শেষ মাসেই চার গ্রহের স্থান বদল হতে চলেছে। ডিসেম্বরে ঘর বদল করবে সূর্য, শুক্র, মঙ্গল এবং বুধ। যার অশুব প্রভাবে ৪ রাশি ঘোর বিপদে পড়তে পারে। আপনিও কি আছেন সেই তালিকায়? জেনে নিন-

কর্কট রাশি: বছরের শেষে কর্কট রাশির সময় খুব একটা ভাল যাবে না। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। শরীরের সঙ্গে মানসিক চাপেও জর্জরিত থাকতে পারেন। নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান করলে স্বস্তি মিলবে। অফিসে বিবাদে জড়াতে পারেন। বাড়বে ব্যয়ের হিসাবও। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের হাল চিন্তায় ফেলতে পারে।  

কন্যা রাশি: ডিসেম্বর মাসে কন্যা রাশির অধিকারীদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অযথা খরচ না করার চেষ্টা করুন। এতে আর্থিক সংকট বাড়তে পারে। দাম্পত্য জীবনে কলহের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্র কিংবা পরিবার সব জায়গাতেই মাথা ঠান্ডা রেখে কথা বলুন। 

 বৃশ্চিক রাশি: বছরের শেষে আর্থিক টানাটানিতে পড়তে পারে বৃশ্চিক রাশি। অতিরিক্ত খরচের অভ্যাস ঋণের সমস্যায় ফেলে দিতে পারে। চাকরিজীবীদের কর্মব্যস্ততা বাড়বে। পরিবারে অশান্তি হতে পারে। সন্তানের পড়াশোনার দিকে নজর দিন। 

মীন রাশি: ডিসেম্বর মাস মীন রাশির জন্য চ্যালেঞ্জিং হতে পারে। অনেক পরিশ্রম করেও কর্মক্ষেত্রে ব্যর্থতা আসতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক না থাকলে লোকসানে পড়তে পারেন। ভুল সিদ্ধান্তের কারণে পরিবারে সমস্যা হতে পারে।