আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে তাঁকে সাত কোটিতে কেনে পাঞ্জাব কিংস। সাত কোটির মার্কো জ্যানসেন ডারবানে আগুনে স্পেল করলেন। সাত-সাতটি উইকেট তুলে নেন তিনি। জ্যানসেনের দাপটে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৪২ রানে। ৬.৫ ওভার হাত ঘুরিয়ে এই সাতটি উইকেট নেন জ্যানসেন। অর্থাৎ ওভারপিছু একটি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার।
শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটিই সর্বনিম্ন রান। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটাই কোনও দলের সর্বনিম্ন রান। বল খেলার নিরিখে বিচার করলে টেস্টের ইতিহাসে এটা দ্বিতীয় ক্ষণস্থায়ী ইনিংস। ১৯২৪ সালের পর এই প্রথম। একশো বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা করেছিল মাত্র ৩০ রান। এদিন প্রোটিয়া ব্রিগেডই মাত্র ৪২ রানে মুড়িয়ে দিল শ্রীলঙ্কাকে।
প্রথমবার ৫০ রানের কমে শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। একশো বলও খেলতে পারল না। এদিনের আগে টেস্ট ফরম্যাটে শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ছিল ৭১। এদিন সেই রেকর্ড ভেঙে নতুন লজ্জার রেকর্ড গড়ল দ্বীপরাষ্ট্র। শ্রীলঙ্কার ইনিংসে কেবল দু' জন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হয়। বাকিরা এলেন আর গেলেন। জ্যানসেনের গতি সামলাতে ব্যর্থ হন দ্বীপরাষ্ট্রের ব্যাটাররা। ১৩ রান দিয়ে সাত-সাতটি উইকেট নেন প্রোটিয়া বোলার। চলতি শতাব্দীতে এটাই দক্ষিণ আফ্রিকান পেসারদের মধ্যে সেরা।
