মিউচুয়াল ফান্ড এসআইপি: যদি মার্কেট বিচার করে আপনি মিউচুয়াল ফান্ডের এসআইপিতে বিনিয়োগ করতে পারেন এবং সেখানে নিয়মিতভাবে টাকা জমান। তবে বাজারের হিসাব অনুসারে আপনি অবসরের সময় পেতে পারেন ১ কোটি টাকা।
2
5
অবসরের পরিকল্পনা : কেরিয়ারের শুরু থেকেই আপনার অবসর নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করেন। তার জন্য সেরা বয়স হবে ২৫। তবে ৩৫ বছর থেকেও ৬০ পর্যন্ত আপনি নিজের অবসর নিয়ে বিনিয়োগ করুন। এসআইপি আপনাকে সঠিক দিক দেখাবে। মিলবে বিশাল অর্থের অঙ্ক।
3
5
যদি আপনার বয়স ৩৫ হয়: যদি আপনার বয়স ২৫ হয় তবে ৬ হাজার টাকার এসআইপিতে বিনিয়োগ করতে পারেন। যদি ২৫-এর বেশি হয় তবে ১৮ লক্ষ টাকা বিনিয়োগ করুন। সেখানে ৬০ বছর পর আপনি সুদসহ ফেরত পাবেন ১ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার ৮১১ টাকা।
4
5
যদি আপনার বয়স ৩০ হয়: যদি ৩০ বছরে আপনি অবসর নিয়ে চিন্তাভাবনা করেন তবে মাসে এসআইপি করতে হবে ৩ হাজার টাকা। ৩০ বছর পর আপনি ১০ লক্ষ ৮০ হাজার টাকা দেবেন। যা সুদ নিয়ে আপনার কাছে ফিরবে ১ কোটি ৫ লক্ষ ৮৯ হাজার ৭৪১ টাকা হয়ে।
5
5
যদি আপনার বয়স ২৫ হয়: যেহেতু আপনার কাছে অনেক বেশি সময় রয়েছে তাই মাসে ২ হাজার টাকার এসআইপিতে বিনিয়োগ করুন। ৩৫ বছরে আপনি জমাবেন ৮ লক্ষ ৪০ হাজার টাকা। যখন আপনার বয়স ৬০ হবে তখন আপনার হাতে আসবে ১ কোটি ২৯ লক্ষ ৯০ হাজার ৫৩৮ টাকা।