শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | হাশ ট্রিপের হাঁসজারু! এ কেমন ট্রিপ

Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ২২ নভেম্বর ২০২৪ ২২ : ৪২Soma Majumder


আজকাল ওয়েবডেস্ক: মাঝ নভেম্বরের কলকাতা গুটি গুটি পায়ে এগোচ্ছে শীতের দিকে। হাওয়ায় ভাসতে শুরু করেছে আলগা ছুটির গন্ধ। তবু ছুটি চাই বললেই আর দিচ্ছে কে! মনটা যতই বেড়ু বেড়ু করুক, সবে উৎসব-মাস কাটিয়ে অফিসে এখন ভরপুর কাজ। সেই ডিসেম্বরের শেষাশেষি গিয়ে তবে বোধহয় আবার ছুটির কথা পাড়া যাবে! তবু মাথার মধ্যে বেড়ানোর পোকাগুলো কিলবিল। এমন করলে কারই বা কাজে মন বসে! তাতে আবার যদি ওয়ার্ক ফ্রম হোম হয়, তবে তো কথাই নেই!  

লকডাউন ফুরিয়েছে ঠিকই, তবে পাল্টে দিয়ে গিয়েছে অনেক কিছু। যেমন বিশ্বজুড়েই অফিসগুলো শিখেছে ওয়ার্ক ফ্রম হোমে কাজ হয় দিব্যি। অফিস না এসে, বাড়ি বসেও সামলে দেওয়া যায় ডেডলাইন। জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলেও তাই ওয়ার্ক ফ্রম হোমের অভ্যাস একেবারে মুছে যায়নি অফিসগুলো থেকে। বাকি গোটা বিশ্বের মতো কলকাতা-সহ গোটা ভারতেও বহু অফিস তাই এখন হাইব্রিড মোডে চলে। মানে, সপ্তাহে অফিস এসে কাজ আর ওয়ার্ক ফ্রমের ভাগাভাগি। আর তারই ফাঁক গলে ঢুকে পড়েছে অন্য রকম একটা ছুটি ছুটি গন্ধ। ওয়ার্ক ফ্রম এনিহোয়্যার বা ওয়ার্কেশন। মানে, বাড়িও নয়, অন্য যেখানে খুশি গিয়ে কাজ। অফিসের অনুমতি মিলেও যাচ্ছে মাঝেমধ্যেই। 

কিন্তু যদি অনুমতি না-ই মেলে?

সাহসে ভর করে বিশ্বজুড়েই ডানা মেলছে আরও এক ট্রেন্ড। হাশ ট্রিপস। অর্থাৎ লুকিয়ে লুকিয়ে ছুটি। আসলে ওয়ার্কেশনই বটে। মানে ছুটিতে গিয়ে সেই কাজই চলবে। তবে বড়সড় ফারাক আছে একখান! অনুমতি দেওয়া তো পরের কথা! অফিস জানেই না এই ছুটির হদিশ! 

এ কেমন ট্রিপ

হাঁস আর সজারু মিলে গেলে যেমনটা হয়, হাশ ট্রিপও খানিক সে রকমই বটে। অফিস হয়তো জানে আপনি বালিগঞ্জের বাড়িতে বসে কাজ করছেন। এদিকে, আপনি তো ম্যাকলাস্কিগঞ্জে! তবে ব্রিটিশ আমলের সাহেবি বাংলোয় বসে তিন বন্ধুর সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন ঠিকই, তবে ল্যাপটপে কাজও চলছে সমানতালে। দিব্যি যোগ দিচ্ছেন কন কলেও! হাঁসজারু নয়?

ভাল হলেই ভাল

হাশ ট্রিপের ভাল গুণ কিন্তু নেহাত কম নয়। সাহসে ভর করে ইতিমধ্যেই যাঁরা এক-একটা উইকেন্ডের সঙ্গে দিন দুয়েক চুপি চুপি জুড়ে এমনটা করে ফেলেছেন, তেমনই কেউ কেউ বলছেন, রীতিমতো ফুরফুরে লাগে। সাধারণ, একঘেয়ে দিনের চেয়ে কাজের পরিমাণ বা মান, দুটোই বেড়ে যায় বেশ খানিকটা। কাঁচুমাচু হয়ে ছুটি চাওয়ার ঝামেলা নেই, ছুটি চেয়ে না পাওয়ার মনখারাপও নেই। বরং কাল যেখানে কলকাতার বাড়িতে বসে কাজ হচ্ছিল ঢিমেতালে, সেখানে আজ তাজপুরের বিচে এলোমেলো হাওয়ায় বসে ঝটপট প্রেজেন্টেশন তৈরি! ঝাউবনের দিকটায় হাঁটতে হাঁটতে ফোনে বসের বকুনিটাও যেন ভুল করে খানিক মিঠে শোনায়! আর অফিসে কিচ্ছুটি না বলে এমন গোপন ছুটির অ্যাডভেঞ্চারে থ্রিল তো আছেই! 

তালেগোলে গোলেমালে

সাহস দেখানো ভাল জিনিস। তা বলে ভাববেন না এক্কেবারে নিরাপদ! অফিস জেনে গেলে বিপদ আছে কিন্তু! বসের বকুনি জুটতে পারে ভাল রকম। এইচআর-এর পত্রাঘাত, থুড়ি ইমেল-আঘাতও আসতেই পারে! মিলতে পারে শাস্তিও। সে সব ঝুঁকি থেকেই যায়। ভাবছেন কী করে জানবে অফিস? ধরা যাক, ভেবেছিলেন হোটেলের ওয়াইফাই দিয়ে দিব্যি কাজ চলে যাবে। এ দিকে, যেদিন পৌঁছলেন, সেদিনই তাদের নেটওয়ার্ক ডাউন! অফিস যদি ছুটির কথাটা না-ও আঁচ করে, ভাববে আপনি বাড়িতে বসে স্রেফ কাজে ফাঁকি দিচ্ছেন! ইন্টারনেট বা ফোনের নেটওয়ার্ক না থাকলে এখন সব কাজ পণ্ড হতে বেশিক্ষণ লাগে না মোটেই। আর যদি ফোনে আপনার দিক থেকে ভেসে আসা আওয়াজে কিংবা নেটওয়ার্ক লোকেশন দেখে অফিস টের পেয়ে যায় আপনি কলকাতা থেকে ভাগলবা, তবে তো কথাই নেই! ধরা পড়ে গেলে কী করে সামলাবেন, সে দায় কিন্তু আপনারই। 

একটুকু আশা 

তবে হ্যাঁ, এক চিলতে আশার খবরও আছে বটে শেষপাতে। মাঝেসাঝে অফিস সবটা বুঝলেও না বোঝার ভান করে। কারণ ওই যে, কাজটা যখন হয়েই যাচ্ছে ঠিকমতো। সেক্টর ফাইভের এক অফিসের এইচআর ম্যানেজার যেমন বলেই ফেললেন, “অফিসের দরকার কাজ। আর সেটা করবে তার কর্মীরা। এবার বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম নাকি শান্তিনিকেতনে বসে ওয়ার্ক ফ্রম সোনাঝুরি, তাতে কি সত্যিই কিছু আসে যায়? এক-আধ বার কারও কারও ক্ষেত্রে এমনটা আঁচ করেও তাই তা নিয়ে ঝামেলা হয়নি তেমন। তবে হ্যাঁ, সবাই যখনতখন এমন করতে থাকলে বা কেউ এই লুকোচুরিটা নিয়মে দাঁড় করাতে চাইলে এবং অফিস সেটা বুঝতে পারলে নিশ্চয়ই এত সহজ হবে না সবটা। তখন অ্যাডমিনিস্ট্রেশন নিজের মতো করে বুঝে নেবে।”

ফলে ওই যে, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না!’ বাকিটা আপনার এবং অফিসের চোরপুলিশ খেলার গল্প!


Work from HomeHush TripExploring the new travel trend of Hush Trips

নানান খবর

নানান খবর

অতি পরিচিত ৫ খাবার ক্যানসারের যম! নিয়মিত খেলে ধারেকাছে ঘেষতে পারবে না মারণ রোগ!

নিত্যদিনের সঙ্গী টিভি, কীভাবে যত্ন নিলে ভাল থাকবে এই গ্যাজেট?

পারিবারিক হিংসার শিকার? কীভাবে বাঁচার পথের দিশা পাবেন? হদিশ দিলেন আইনজীবী

গরমেও ভোগাচ্ছে খুশকি? চুলের যত্নে গাফিলতি করছেন না তো! সহজ কটি নিয়ম মানলেই পাবেন সমাধান

সকালে ঘুম থেকে উঠেই শরীরে এই সব লক্ষণ দেখতে পান? সাবধান! নিঃশব্দে ডায়াবেটিসের তাণ্ডব শুরুর আগেই সতর্ক হন

স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা

জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত

সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে

কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা

৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান

এক রাতে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা

লিভারের জন্য জরুরি ম্যাগনেশিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি

চাল ভেজানো জলেই ম্যাজিক! এক সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তো, ফল দেখলে চমকে যাবেন

ফোনের আসক্তিতে সন্তানের আচরণে বদল এসেছে? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন

শুধু রান্না-গরম নয়, হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ অভেন! জানেন সেইসব জাদু টোটকা?

সোশ্যাল মিডিয়া