আজকাল ওয়েবডেস্ক : তপন দাশগুপ্তর ওয়ার্ডে একটি মাঠকে নিয়ে তৈরি হল বিশৃঙ্খলা। ২০১৯ সালে নেতাজি জাতীয় সেবাদল মাঠের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশ ছিল ৩০ নভেম্বর পুলিশকে গিয়ে পদক্ষেপ নিতে হবে। নির্দেশ অনুযায়ী কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই মাঠের সামনে গিয়ে উপস্থিত হন এবং তারপরেই শুরু হয় বিশৃঙ্খলা। তপন দাশগুপ্ত নিজে এসে রাস্তা অবরোধ করেন। প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট রানিকুটি থেকে বাঘাযতীন যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসিএসএসডি বিদিশা কলিতা সহ একাধিক উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা। কে বা কারা মামলা করেছে সেই বিষয়ে নিশ্চিত নয় ক্লাব সদস্যরা। ২০১৯ সাল থেকেই মামলা চলে আসছে এবং এত বছর হয়ে যাওয়ার পরেও কেন ঘিরে দেওয়া হয়নি এই জমি তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এই মাঠটিকে দখল নেওয়ার চেষ্টা করছে জমি মাফিয়ারা। এমনটাই অভিযোগ পুর প্রতিনিধি থেকে শুরু করে স্থানীয়দের। পুলিশের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ক্লাব সদস্যরা। এরপর প্রায় ৪৫ মিনিট পর অবরোধ উঠে যায়।
