আজকাল ওয়েবডেস্ক : এনপিএস-এ বিনিয়োগ করে তা সম্ভব। অবসরের পর প্রতি মাসে ১ লক্ষ টাকা পেনশন পাওয়ার কথা শুনে হয়তো অবাস্তব মনে হতে পারে, কিন্তু এটি সম্ভব। ন্যাশনাল পেনশন সিস্টেম-এ নিয়মিত বিনিয়োগের মাধ্যমে আপনি সহজেই এটি অর্জন করতে পারেন। চলুন জেনে নিই কীভাবে এই পরিকল্পনা কার্যকরী করা যায়।
এনপিএস হল ভারত সরকারের একটি অবসরকালীন সঞ্চয় প্রকল্প, যা বয়সকালের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করে। আপনি যত টাকা এই স্কিমে বিনিয়োগ করবেন, তা অবসরের সময় একটি নির্দিষ্ট পরিমাণ পেনশনে রূপান্তরিত হবে।
কীভাবে প্রতি মাসে ১ লক্ষ পেনশন পাবেন। প্রথম থেকেই বিনিয়োগ শুরু করুন। বয়স ২৫ বছর হলে এবং ৬০ বছর পর্যন্ত অর্থাৎ ৩৫ বছর ধরে বিনিয়োগ করতে হবে। প্রতি মাসে প্রায় ৭,৭৫০ বিনিয়োগ করতে হবে। যদি বছরে গড়ে ১২% রিটার্ন পাওয়া যায়, তাহলে অবসরের সময় আপনার মোট সঞ্চিত অর্থ দাঁড়াবে প্রায় ৫ কোটি।
অবসরের পর সেই সঞ্চয়ের কমপক্ষে ৪০% অর্থ অ্যানুইটি স্কিমে বিনিয়োগ করতে হবে। যদি এই অ্যানুইটি থেকে বছরে ৬% রিটার্ন পাওয়া যায়, তবে মাসিক ১ লক্ষ পেনশন পাওয়া সম্ভব।
যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন, তত কম মাসিক অবদান লাগবে। এনপিএস -এ বিভিন্ন তহবিল অপশন রয়েছে, যা ঝুঁকি এবং রিটার্নের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অ্যানুইটি থেকে পেনশন কত হবে তা বাজারের বর্তমান হারের উপর নির্ভর করবে। সঠিক পরিকল্পনা এবং নিয়মিত বিনিয়োগের মাধ্যমে, অবসরের পর প্রতি মাসে ১ লক্ষ টাকা পেনশন পাওয়া আর স্বপ্ন নয়।
