
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শীতকাল পড়লেই বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করে। প্রকৃতির নিয়মেই এই আর্দ্রতায় ঘাটতি তৈরি হয়, এর প্রভাব শুধুই আপনার স্বাস্থ্যে পড়ে তাই নয় বরং আপনার ত্বকেও এর প্রভাব পড়ে। ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে। রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। মুখের পাশাপাশি হাত ও পায়েরও যথেষ্ট যত্ন নেওয়া উচিত এই সময়ে। বিশেষ করে আপনার পা সারাদিন অনেক ধুলোময়লার অত্যাচার সহ্য করে। শীত পড়তেই অনেকের পা ফাটতে শুরু করে, ফাটা গোড়ালি নিয়ে সমস্যায় পড়েন অনেকে। একটা সুন্দর জুতো পরতেও অস্বস্তিবোধ হয়। শুষ্ক হয়ে যাওয়ার কারণে ত্বকের গ্রন্থি থেকেও তেল নিঃসরণ হয় না।
এই রুক্ষ হয়ে যাওয়ার কারণে পা ফাটতে শুরু করে। ময়শ্চারাইজেশন না হলে এবং অতিরিক্ত দূষণের প্রভাবে গোড়ালি ফাটতে পারে। এছাড়াও এগজিমা, ডায়াবিটিস, থাইরয়েডের মতো অসুখের কারণেও কিন্তু পা ফাটতে পারে। তাই বারবার পার্লারে গিয়ে অঢেল টাকা খরচ না করে বাড়িতেই তৈরি করুন এক ধরণের রাসায়নিক বিহীন মলম যা সাতদিনে আপনার পায়ের গোড়ালিকে নরম ও সুন্দর করে দেবে।
একটি পাত্রে ঠান্ডা ও গরম জল মিশিয়ে নিন। এক চামচ নুন ও একটি ছোট প্যাকেটের শ্যাম্পু মিশিয়ে দিন। ওই জলে ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এরপর নরম কাপড় দিয়ে পা মুছে নখ কেটে নিন ও পুরনো নেলপলিশ তুলে ফেলুন।
একটি গোটা মোমকে কুড়িয়ে নিন। এর উপর দু'চামচ করে অ্যালোভেরা জেল ও সরষের তেল দিন। সঙ্গে এক চামচ নারকেল তেল দিতে হবে। সব উপকরণগুলো একসঙ্গে ভাল মতো মিশিয়ে নিন। প্যান গরম হয়ে গেলে মিশ্রণটি ঢেলে দিন। সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। গলে তরল হয়ে গেলে ঠান্ডা করতে একটি প্লাস্টিকের কৌটোয় ঢেলে দিন। ঠান্ডা হলে একটি মলমের মতো আকারে তৈরি হবে। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ে লাগিয়ে রাখুন এই ঘরোয়া মলম। তবে সপ্তাহে তিনদিন অবশ্যই পা পরিষ্কার করে নিতে হবে।
আপনার ত্বকের মৃত কোষ সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে নারকেল তেল। এছাড়াও আপনার ত্বকের ভিতরে গিয়ে পুষ্টির জোগান দেয়। অ্যালোভেরা জেল ত্বককে ময়শ্চারাইজ করে এবং হাইড্রেট রাখে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ও স্কিন উজ্জ্বল টোনকে করে।
৮৯ তে সুইমিং পুলে ব্যায়াম করেন ধর্মেন্দ্র! জানেন জলক্রিয়া বয়স্কদের জন্য কতটা উপকারী?
রোজ খালি পেটে এই একটি ‘সুপারফুড’ খান, ছুঁতেও পারবে না হৃদরোগ, মজবুত হবে হাড়
বাজার থেকে কেনা পনির ভেজাল নয় তো! কীভাবে আসল-নকল বুঝবেন? সহজ উপায়ে যাচাই করে নিন
অবসরে ধনকুবের ওয়ারেন বাফেট, ধনী হতে চাইলে অবশ্যই জানতে হবে তাঁর ৫টি উক্তি
ডায়াবেটিসে কি ডাবের জল খাওয়া যায়? সত্যি ব্লাড সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে? জানুন গবেষণা কী বলছে
ছোটবেলা থেকেই সন্তানকে কীভাবে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে শেখাবেন? রইল সহজ উপায়ের হদিশ
মুখে ফুটে ওঠে কিডনি বিকল হওয়ার ৫ লক্ষণ! কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?
বিদেশিরা ‘আইস অ্যাপল’ বলতে পাগল, অথচ বাঙালিরাই কদর করে না বাংলার এই ফলের! জানেন কতো গুণ?
কয়েকদিনেই ঘন-কালো-লম্বা চুল! সোনাক্ষীর পরামর্শে সহজে বানিয়ে ফেলুন ‘হেয়ার গ্রোথ’ স্প্রে, কীভাবে ব্যবহার করলে পাবেন সুফল?
দিনরাত কম্পিউটার-মোবাইলে চোখ? এই ৫ নিয়ম না মানলে অল্প বয়সেই বিপদ বাড়বে চোখের
বাড়িতে ঝগড়া, অশান্তি? এই একটি জিনিস জুতোর কাছে রাখলেই যাবতীয় ‘নেগেটিভ এনার্জি’ দূর হবে, ফিরবে শান্তি
রোজ রোজ পুষ্টিকর স্যান্ডউইচ খেতে চাইবে সন্তান, শুধু পাউরুটিতে মাখিয়ে দিন পুদিনা-পনিরের ডিপ
বয়স বাড়ছে, দাড়ি বাড়ছে না? পাঁচটি ঘরোয়া টোটকার পঞ্চবাণ প্রয়োগ করুন, ঘন কালো কেশে ঢাকবে গাল
আলু-গাজর দিয়েই তৈরি হবে জেল্লা বাড়ানোর ক্রিম! শিখে নিন প্রস্তুতপ্রণালী, আর বাজার থেকে কিনতে হবে না
নারকেল তেলে মিশিয়ে নিন ঘরোয়া তিনটি উপাদান, তাতেই তৈরি হয়ে যাবে ‘বয়স কমানো’র ফেস প্যাক