সংবাদসংস্থা মুম্বই: সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন দিল্লির বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ শালিনী পাসি। তাঁকে দেখা গিয়েছে 'ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস'-এ। যেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে ঋদ্ধিমা কাপুর সাহানি, কল্যাণী সাহা চাওলা, মাহিপ কাপুর, নীলম সোনি, ভাবনা পাণ্ডে এবং সীমা সজদেহকে। ৪৮ বছর বয়সেও নিজের সৌন্দর্য যেভাবে ধরে রেখেছেন তা নিয়ে নেটিজেনদের চর্চায় থাকেন শালিনী।

 

 

 

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনয় প্রসঙ্গে তাঁর মতামত ভাগ করেছেন তিনি। শালিনীর কথায়, "আগে বহু ছবির প্রস্তাব আসত। তখন করা হয়নি। আজও সাদা-কালো ছবির প্রতি টান কমেনি আমার। পুরনো যুগের ছবির মতো ফের কোনও ছবি তৈরি হলে সেখানে নায়িকার চরিত্রে অভিনয় করতে পারি।"

 

 

 

তিনি আরও বলেন, "রোমান্টিক ঘরানার ছবির প্রতি ঝোঁক নেই আমার। দেশাত্মবোধক ছবি দেখতে বেশি পছন্দ করি। প্রেমটা দেশপ্রেমের আকারে এলে বেশি খুশি হই। তাই সানি দেওল অভিনীত 'গদর', 'গদর ২'-এর মতো ছবিতে কাজ করার সুযোগ এলে অবশ্যই রাজি হব।" 

 

 

 

শালিনী বলেন, "বরাবরই ছবি দেখতে পছন্দ করি। অভিনয়ে আসার ইচ্ছেও ছিল ছোট থেকে। কিন্তু প্রথমেই সুযোগের অভাবে তা হয়ে ওঠেনি। এখন হয়তো নায়িকার চরিত্রে আমাকে কেউ ভাববেন না। তবুও যদি এমন কোনও ছবি হয়, যেখানে নায়িকার চরিত্রে আমি মানানসই। আর সেই চরিত্র যদি আমার পছন্দ হয়, অবশ্যই আমার অনুরাগীরা সেই ছবিতে আমায় দেখতে পাবেন।"