শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সাতসকালে বনগাঁয় শুটআউট, গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী, আতঙ্ক এলাকায়

Pallabi Ghosh | ১১ নভেম্বর ২০২৪ ১৩ : ১৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর কালুপুর এলাকায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ‌

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই মাছ ব্যবসার নাম অসিত অধিকারী। তাঁর বাড়ি স্থানীয় বকশিপল্লি এলাকায়। কালুপুরে তাঁর মাছের ভেড়ি রয়েছে। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি ভেড়িতে মাছের খাবার দিতে গিয়েছিলেন। সঙ্গে তাঁর এক ছেলে ছিল। রেললাইন ধরে হেঁটে তিনি বাড়ি ফিরছিলেন। দুষ্কৃতীরা তখন তাঁকে লক্ষ্য করে পিছন দিক থেকে গুলি চালায়। গুলি তাঁর পিঠে লাগে। গুরুতর জখম অবস্থায় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। 

 

ছেলের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। জখম ব্যবসায়ীকে উদ্ধার করে তাঁরা বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাঁকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর স্ত্রী উন্নতি অধিকারী বলেন, 'সকালে আমার স্বামী কালুপুরে মাছের ভেড়িতে গিয়েছিলেন। সেখানে মাছের খাবার দিয়ে ছেলের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে পিছন দিক থেকে একটি অল্প বয়সি ছেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি পিঠে লেগেছে। স্থানীয় বাসিন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।' কিন্তু কারা, কী কারণে অসিতকে গুলি চালাল তা অবশ্য তিনি বলতে পারেননি। 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ অসিতের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, 'গুলিবিদ্ধ ব্যবসায়ীর বিরুদ্ধে সমাজবিরোধী কাজে জড়িত থাকার বেশ কিছু অভিযোগ আগে থেকেই রয়েছে। সম্ভবত পুরনো কোনও শত্রুতার জেরেই প্রতিপক্ষের কেউ তাঁকে গুলি করে থাকতে পারে। আমরা ঘটনার তদন্ত করছি। ‌ আশা করছি, খুব দ্রুত দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে।'


Bangaon Crime News West Bengal

নানান খবর

নানান খবর

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া