১৭ দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বেরোবেন ৪১ শ্রমিক। আটকে পড়া শ্রমিক জয়দেবের বাড়িতে অপেক্ষায় পরিবার। টিভি না থাকায় পরিবারের লোক উদ্ধারকাজ দেখছেন ফোনে। হুগলীর পুরশুড়ার বাসিন্দা জয়দেব। দেখুন এক্সক্লুসিভ সেই ছবি আজকাল ডট ইনে।