আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বালুচিস্তানে আত্মঘাতী হামলা। ঘটনার জেরে ইতিমধ্যেই ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। ভিড় ঠাসা রেল স্টেশনে এই ভয়াবহ ঘটনা ঘটে। সিসিটিভি দেখে দেখা গিয়েছে রেল স্টেশনের চারিদিকে দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। প্ল্যাটফর্মের ছাদ উড়ে গিয়েছে।

 

পেশোয়ারের দিকে একটি ট্রেন ছাড়ার সময় এই ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান সেনার উপর হামলা চালানোই এই হামলার প্রধান টার্গেট ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিস্ফোরণের ফলে ফের একবার পাকিস্তানের মাটিতে জঙ্গিরা মাথা চাড়া দিল বলেই মনে করা হচ্ছে।

 

প্রায় তিনমাস আগে পাকিস্তানের একটি জঙ্গি সংগঠনের নিশানায় ছিল বালুচিস্তানের পুলিশ স্টেশন এবং সেখানকার জাতীয় সড়ক। সেবারে মারা গিয়েছিলেন ৭৩ জন পাক নাগরিক। আর এবার ফের একবার ভিড় ঠাসা রেল স্টেশনে আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ঘটনার জেরে সকলেই ভয়ে কেঁপে যায়। আত্মঘাতী এই হামলার জেরে গোটা এলাকায় জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই নেমেছে সেনাবাহিনী।